নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এই অনাবিল আ্নন্দের রেশ !!!

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২২

এই অনাবিল আ্নন্দের রেশ
যেনো থেকে যায়— অক্ষত;
প্রকাশ্য দিবালোকের মতো—
চলার পথের পাথেয় হয়ে
এতো দিনের মিথ্যে অপবাদ
দূর হয়ে গেছে —সব,
রাতের আঁধার যেভাবে শেষ হয়
ভোরে; রবির আগমনে।—মিথ্যে অপমানে
হয়োনা ব্যথিত আর —আমরা এবার
গর্বভরে বলিতে পারি—অশুভ শকুন
গেছে মরে—আমরা আজি মুক্ত বলাকা;
বাংলার আকাশ রাখিবো মুক্ত; পুতপবিত্র।
বাঙালিয়ানায় উঠিবো মেতে
অযাচিত হতাশার আঁধার গেছে কেটে,
ছুটে আসো দলে দলে পুরোণো নতুন, সত্যের পতাকা তলে।
সবুজে লালে—আরো যতো আঁধার ..পাপের সমাচার
ছেয়ে আছে অন্ধ শকুনীর মতো—
আমরাই করিবো দূর অপসংস্কৃতি অন্ধবিশ্বাস সমূলে।
সত্যের সাধনায় পাপের আরাধনা ভেঙে হবে চূর ।
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা— মানুষ হতে পারে না দেবতা
সত্যের ধ্বজা ধরে—আমরা সকলে মিলে
দেশকে এগিয়ে নেবো সমৃদ্ধির পথে।
আবারো ইতিহাস হবে— যেভাবে হয়েছিল একাত্তরে বায়ান্নে..
আর নয় রক্ত; এবার দেবো শ্রম মেধা আর তৈলবিহীন নিষ্ঠা
প্রিয়তমা, ভেবে দেখো আনন্দ উৎসবে মেতে থাকো
সম্মিলিত প্রচেষ্টায়… অনন্ত উদ্দীপনায় ।

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৮

বিজন রয় বলেছেন: পুত্তুম পিলাচ!

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এব পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

২| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৫

কিরমানী লিটন বলেছেন: গভীরের বিমুগ্ধ অনুবাদ- চমৎকার ভালোলাগা কবি- শুভকামনা জানবেন।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এব পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।কিরমানী লিটন

৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: কবিতা পড়লে অশান্ত মন শান্ত হয়।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই, সত্যর চেয়ে মিথ্যার শক্তি বেশী তাই মিথ্যা অপবাদ মুছে যায় না।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: মিথ্যার শক্তি সাময়িক, মিথ্যা প্রতিষি্ঠত করা মহাপাপ । সত্যেে ধ্বজা ধরে আমারও হতে পারি বরণীয়।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৩

ওমেরা বলেছেন: কবিতা পড়ে একখান লাইক দিয়েছি বলার কি আর কিছু দরকার আছে !

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১০

পদাতিক চৌধুরি বলেছেন: বাঁধ ভাঙার আওয়াজে সম্মিলিত জয়। কাব্যে ভালোলাগা।
শুভকামনা জানবেন।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.