নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কতোজন গেছেন চলে!!গর্ভধারিনি মা—

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৫

কতোজন গেছেন চলে!!

কতোজন গেছেন চলে..
পড়ে মিথ্যে সমালোচনার যাতাকলে
—ফিরে আসেনিকো আর।
শত অনুরোধে কবিতায় ডেকেও
পায়নি ফিরে —আমাদের মিলন মেলায়
হাসি খেলায় —গানে ।
কত সম্ভাবনার যে মৃত্যু হলো
মিথ্যে অপবাদে মাথা নীঁচু করে
মৃত্যু পরোয়ানা সামাজিক অবমাননা..

আমি ৫২ দেখিনি দেখিনি ভাষা আন্দোলন
এবার দেখলাম তার কিছু নমুনা
সবটুকু অভিমান ঝেরে ফেলে
প্রি য় ত মা, তোমার আহবানে সাড়া দিয়ে
আমিও ঘুরে দাড়ালাম — সুপ্রিয় সহযাত্রীসব সুদৃঢ় প্রত্যয়ে
মাতৃভাষা বাংলা চর্চা আমাদের মৌলিক অধিকার
সামহুয়ার ইন বাংলাব্লগ মুক্তির আন্দোলনে
তোমাদের অবদান— অসামান্য
মনের অজান্তেই তোমরা ইতিহাস হয়ে গেলে।

আটটি মাস ছোট্ট এ জীবন থেকে গত হলো
জানি কেউ তা ফিরিয়ে দিতে পারবে না আর
তবু বলি ওগো সুচিস্মিতা জীবনের সর্বশ্রেষ্ঠ সেই বন্দী অতীতে
অযাতিত শৃঙ্খল ভাঙার গান;
অধিকার আদায়ের আন্দোলনে— তোমার আমার শাশ্বত প্রেমে...
তোমরাই নব্য ভাষা সৈনিক অকুতভয়; অরুণোদয়ের অগ্নিসাক্ষি।
তোমাদের স্বাগত জানাই বন্দনা করি হে সাহসী বীর
প্রিয়তমা, জানোতো গোটা পৃথিবীটা বদলে দিতে পারি
প্রিয়তমা, দেখলেতো সুদৃঢ় প্রত্যয়ে
শুধু তোমায় পেলে... সুখের দোসর গড়ি

গর্ভধারিনি মা

আমার গর্ভধারিনি মা—
জানি ত্রিভূবনে তার নেই যে— তুলনা,
মহান স্রষ্টাকে দেখিনি আমি—দুঃখ নেই
দেখিছিতো তাকে — মায়ার এক অথৈ সাগর;
আমার গর্ভধারিনি মাকে।
আমার বিষয় সামনে এলে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে
ন্যায় অন্যায় সে দেখেনা তার বিবেচনায়
—সবি যেন আমার অধিকারে।
এতো ভালো কে বাসিতে পারে?
সন্তানের বেহেশত তাই তারি অধিকারে ।
স্র ষ্টাই বলেছেন যেন তারে
—যথাযথ সম্মান দিতে পারি,
স্র ষ্টার কাছে করি প্রার্থনা, ওগো মহান
জননীর সব অধিকার পূরণ না করা অবধি
—আমার মৃত্যু দিও না।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৩

সোনালী ডানার চিল বলেছেন: যুগল কবিতা ভালো লাগলো-

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

২| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৭

রাইসুল সাগর বলেছেন: দেশ ও দেশাত্ববোধ জাগ্রত হোক সবার মাঝে। দারুন কবিতা সেলিম ভাই।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় রাইসুল সাগর বহুদিন পর ব্লগে সুস্বাগতম । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । ভালো থাকবেন সবসময় এই শুভকামনা ।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৭

রাইসুল সাগর বলেছেন: দেশ ও দেশাত্ববোধ জাগ্রত হোক সবার মাঝে। দারুন কবিতা সেলিম ভাই।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ্‌ আপনার সুন্দর ইচ্ছেগুলো কবুল করুক।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আমিন। আমিন। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। বিশেষ করে গর্ভধারিনি মা।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


পৃথিবী ভালো আছে, আপন গতিতে চলছে; বাংলাদেশের গতি নেই

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: বুদ্ধিদীপ্ত কমেন্ট। নিরন্তর শুভকামনা ।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

কিরমানী লিটন বলেছেন: মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা, কবিতায় ভালোলাগা....

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অশেষ কৃতজ্ঞতা ।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা

১০| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: মা-বাবার ঋন শোধ হবার নয়

২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ মন্তব্য । খুব মিস করি । মা বাবা ঋণ শোধ করার উপায় নেই কীভোবে যে করি ।স্রষ্টা যেন ঋণ শোধ করা সুযোগ ও সামর্থ দান করেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.