নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কাঁটার আঘাত আর যেন না লাগে

২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৪



হেমন্তের এই হিমেল আমেজ— যেন শীতের আগমনি
লাগিতেছে বেশ; গায়ে যেন লেগে আছে প্রেমের অবশেষ।
শিশিরের নীরব পতন—
যেমন সবুজ ঘাসের ডগায়,
তেমনি করে তুমি আমি যেন অভিসারে প্রগাঢ় ভালোবাসায়।
এমনি করে সকল ভোরে রাত্রীপ্রহরে
কথা দাও— থাকবে চিরোদিন,
তুমি-আমি ভালোবাসায় মাখামাখি আনবো নতুন দিন।
তাতে আসুক যতই বাঁধা
আমরা করবো জয়
জীবন চলার পথের সকল গোলক ধাঁধা
নেই কোন সংশয় ।
ভয় করো না— লক্ষীসোনা আছিগো তোমার সাথে
প্রগাঢ় দৃঢ়তায়— অটুট বন্ধনে।
খুশির এই লগণে
লও গো লালগোলাপ, খুব সাবধানে;
কাঁটার আঘাত আর যেন না লাগে—তোমার কুসুম কোমল গায়ে ।


ছবি : গুগুল সার্চ

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৬

ইসিয়াক বলেছেন: শীতের আগমনি.....। দারুণ প্রেমময় কাব্য ।

২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২২

সেলিম আনোয়ার বলেছেন: হেমন্ত কেমন যে অপ্রতিভ এখন । ঋতু বলতে শীত গ্রীষ্ম আর বর্ষা । আর হৃদয়ে বসন্ত সবসময় ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০

ঋতো আহমেদ বলেছেন: হেমন্তের হিমেল আমেজ পেতে মন চায় খুব। কিন্তু যেখানে থাকি, কংক্রিটের এই জঙ্গলে তা পাওয়া দুর্লভ। কবিতা ভালো লেগেছে।

২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর সুপ্রিয় ব্লগার । নবীশের ব্লগে সুস্বাগতম । কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৪

শ।মসীর বলেছেন: ভাল লাগা.....

২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ব্লগে সুস্বাগতম । নিরন্তর শুভকামনা ।শ।মসীর ভাল থাকবেন সবসময় ।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: কাঁটার আঘাত থেকে মুক্তি দিয়ে হাতুড়ীর আঘাত নিতে হবে জনাব!!!

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম চাই প্রেম চাই । অন্য কিছু তো নয়...

৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরো একটা সতেজ কবিতা।

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৭| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৯

খায়রুল আহসান বলেছেন: কুসুম-কোমল কবিতাটি খুব সুন্দর+ হয়েছে। লাল গোলাপ শুভেচ্ছা।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধেয় । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.