নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

পদ্মরাগ

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৫



প্রকাশ্য দিবালোকের মত সত্য
আলোক উদ্ভাসিত—তোমার আমার প্রেম
সুন্দর—শাশ্বত, মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত ;
এই ভিত্তি— দীর্ঘ শ্বাস প্রগাঢ় নিশ্বাস অটল বিশ্বাস..
ভালোবাসার রঙ কি হয়? ভালোবেসেই চিনে নিতে হয়
ক্ষ ণিকের প্রেম নয়; দৃপ্ত শপথে বাঁধার প্রাচীর ডিঙিয়ে।
তবেই হয় লঙ্কা বিজয় মেঘনাদবধ কাব্য লিখে
বীরবাহু মরে পড়ে থাকে যুদ্ধের ময়দানে;
তারপর —আসে চূড়ান্ত সফলতা,
রাম সীতা খেলে যায় প্রেমে; উন্মত্ততায়।
বহে সুখের মৃদুমন্দ বাতাস; হৃদয় জুড়িয়া
দু’নয়ন ‍মুদিয়া দেখিবে প্রণয় কল্পনার স্বর্গরাজ্যে প্রেমেরই ঝলসাঘরে।
তুমি আমি শুধু দু’জনে সেথা—মিছে নয় মিছে নয়।
ধরে নাও আজ তুমি উঠলে— প্রেমের ছোট্ট ঘরে
চূড়ান্ত এই ওঠা সম্মুখপানে ছোটা জীবনেরই নিয়মে।
এই যে দ্বিধা তুমি কী জাননা? ওগো মোর লজ্জাবতী লতা!!
শুধু তা তোমার আমার প্রেমেরই কারণে।
আশা এবং ভয় এর মাঝেই সফলতা;
ছিনিয়ে নিতে হয় তারে; এ যেন স্রষ্টার অমোঘ বিধান!
ভালোবেসে চিনে নিতে হয়
জহুরী যেমন চিনে —মূল্যবান জহরত
কষ্টিপাথরে যাচাই করে, ঠিক তেমন করে..


উৎসর্গ: আমার খাতা, আমিই লিখবো করিবো পাঠ সযতনে সন্তর্পনে অথবা প্রকাশ্যে স্বর্গসুখ যেথা।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগার কবিতা। মন ছুঁয়ে গেলো। শুভকামনা কবি।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকাম না ।

২| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার কবিতা পড়তে এবং প্রথম মন্তব্য করতে প্রশান্তি কাজ করে। কবিতায় ভালো লাগা

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

ইসিয়াক বলেছেন: অনেক ভালো লাগলো।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

সাইন বোর্ড বলেছেন: ভালবেসে শুকনো ডালেও কি ফুল ফোটানো যায় ? কবিতা ভাল লাগল ।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ভালোবেসে সবি সম্ভব। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

এস সুলতানা বলেছেন: মন ছোঁয়া মুগ্ধতা ।খুব খুব খুব ভালো লাগলো।

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৯| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: আপনার ভাগ্যবিধাত্রী সেই প্রেমিকা দেখি আপনাকে পুরো পিংপং বল বানিয়ে ফেলেছে !

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: পিংপং ডিপ্লোমেসি করেই চীনের স্থায়ী সদস্যপদ লাভ । স্থায়ী হতে চা্ইছে ।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো।
শুভেচ্ছা

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুলতানা শিরীন সাজি ,

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.