নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তাইতো কবিতা হয়

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০০


কবিতা না লেখা একদিন
কেন যেন এখন আরও বেশি কবিতাময়
হয়ে ওঠে ‌। তোমাকে ভালোবাসার ঐ একই পথ
তুমি চিনিয়েছিলে সে পথেই এই অন্তহীন ছুটে চলা
ভালোবাসা কবিতায় দৃঢ় প্রত্যয়ে
খরস্রোতা নদীর মতো ভেঙে চূড়ে সব বাঁধা।
ক্ষণিকের এই জীবনে ওগো কীসের এতো ভয়?
ভালোবাসাহীন পৃথিবী যেন এক ভিন্ন গ্রহ
যেখানে তুমি নেই।
যে পথে চলছি ছুটে বুকে লয়ে মানবতা
সেই পথে চলাতে নেই আমার কোন সংশয়।
জানিনা কোন জীবন কাম্য তোমার
সে কী আমি ন ই ! ভেবে ভেবে বলো যা তুমি বুঝতে
আজ কি তার হয়নি পরিবর্তন কোন
জানি গো আমি নদী ও নারী চলার পথে হয় পরিবর্তন নতুন কোন বাঁকে
তার হয় যেন বিবর্তন।
‌ এখন কী হয় না মনে?
আমাদের দুজনের মিলনেই আছে সুখ বাকি টুকু ব্যথা ।
আমরা দুজন যেন তলোয়ার আর খাপ একসাথে সযতনে সুকেসে সাজিয়ে রাখার মতন।
কে বেশি সুন্দর তুমি নও আমি নই আমরা দু'জনে মিলে তবেই অতুলনীয়
তোমার আমার প্রেম তাইতো কবিতা হয় ।





মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৬

ইসিয়াক বলেছেন:



দুজনে মিলে তবে হোক অতুলনীয় ।
হোক তবে এই প্রেম চিরস্মরণীয় ।।

১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

২| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: আজ আমাকে একজন বললেন, কবিতা হলো অলসের বিলাস।

১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা বিলাসিতা শ্রান্তির ঘামে অথবা আলস্যে নিখাদ ভালোবাসা।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপনাকে।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: কয়েকদিন আপনার কবিতা মিস করবো।

১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: হয়তো ব্যস্ত থাকবেন কবিতা না পড়ার ক্ষণ দ্রুত শেষ হোক।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০

শিখা রহমান বলেছেন: "কবিতা না লেখা একদিন
কেন যেন এখন আরও বেশী কবিতাময় হয়ে ওঠে।" ---- কি যে দারুণ আর অর্থবহ এই লাইনটা!!

না থাকাই যে অনেক বেশী থাকা হয়ে যায়।
ভালো থাকুন প্রিয় কবি ভালোবাসায় ও কবিতায়।

১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: এটা হলো অমোঘ প্রেম এটা কি উপেক্ষা করা যায়? বা করা উচিৎ।
ভালো থাকুন সবসময় এই শুভ কামনা রইলো আপনার জন্য।

৫| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩

কিরমানী লিটন বলেছেন: কবিতাময় হয়ে উঠুক কবির যাপিত জীবন। কবিতায় লেপ্টে থাকুক সময়। কবিতার হাত ধরে কবি পাড়ি দিক মহাকাল - এই প্রত্যাশা কবির কাছে।

কবিতায় মুগ্ধতা রেখে গেলাম কবি। +++++

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: তুমি আর আমি মিলেই তো কবিতা হয়, প্রেমের কবিতা।

সুন্দর +

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.