নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দূর্ঘটনা নয় ও পেঁয়াজের কাসুন্দি

১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

দূর্ঘটনা নয়

দূর্ঘটনা নয় —এইতো রীতি
এভাবেই হয় ;
এভাবেই ওঠে চাঁদ রাতের আকাশে
এভাবেই নদী মেশে সাগর জলে
এইতো নিয়তি; অমোঘ পরিণতি
দূর্ঘটনা নয় কোন প্রেম আছে থাকবে
প্রেমের মায়াজাল প্রহসন অথবা চোরাবালি নয়
যেখানে আটকে পড়ে হবে লয় ঘোর সংশয়ে;
এতো স্বতস্ফূর্ত আযোজন প্রকৃতির রক্ষা কবচ।
বুঝে নাও— এভাবেই সময়ের সাথে মিথোজীবিতায়
মানবের অগ্রযাত্রা যৌবনের অনুরাগে
প্রেমতো অমূলক নয়। নহে বিভীষিকা কোন
শুনো প্রেমতো প্রেরণা —প্রিয়তমার ফাটল থেকে
উৎসরিত অনুপ্রেরণার ঝর্ণাধারা যেন লেহন করে তারে
পৌঁছে যেতে হয় কাঙ্ক্ষিত ঠিকানায়
পুষ্পস্তবক দিয়ে প্রেম বরণ করে নিতে হয়
প্রেম নয় লজ্জা অযাচিত কন্টক শয্যা
প্রেম নয় পরাজয় ; এতে পরাজয় বিত্তের-বৈভবের
জাত- পাত- বর্নের —সকল অযাচিত বৈষম্যের
ভালোবাসা টিকে থাকে হয়না তা ফিকে ক্রমাগত অপেক্ষায়
মনে রেখো এই পথে সম্মুখে আছেগো সফলতা
ওগো ছিনিয়ে নিতে হবে তাকে
ছিনিয়ে নিতে হবে জয়; জয়মাল্য গলে
প্রেম যেন এক উন্নত শির; দূর্ঘটনা নয় কোন।


পেঁয়াজের কাসুন্দি

ঘরে পেঁয়াজ নেই — কেনা লাগবে তাই,
বউয়ের কথায় মগজে হিসেবের খাতা খুলি
পেঁয়াজের দাম তো আর বিশ টাকা নাই,
দাম তার গেছে বেড়ে অনেক;
দুশো টাকা কেজি প্রায়!!
ভেবে ভেবে মগজে ট্রাফিক জাম লাগে তাই,
আরো কিছু সদাই আছে—
কিনিতে হবে সবি হাজারের উপরে খরচা তাই ।
ভেবে ভেবে অবাক হই
পেঁয়াজের ঝাঁঝ কতো বেশি
কাটিতে গেলে কী চোখে জল ঝরে তাই?
না না আগেও তো ঝরিতো!
তবু কায়দা করে বলা যায়
সাধে কী আর কাঁদি
পাশে মোর প্রিয়তমা নাই— কাঁদি তাই
মনে মনে বলি ওগো মোর প্রিয়তমা, চ ল না পেঁয়াজ ছাড়া
সংসার চালাই।— না না থাক
পেঁয়াজ ছাড়া গতি নাই —কান্নার অভিনয়ে
পেঁয়াজ চাই—পেঁয়াজ কেটে চোখে জল ঝরলে পরে
তবেই কবিতা হবে—হবে প্রেম, প্রিয়তমা আসবে কাছে
পেয়াজেরও গুণ আছে যদি গায়ে নখ না লাগে তায়!!

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

নুরহোসেন নুর বলেছেন: অসাধারন!
দুর্ঘটনার সংবাদে চমকিত হই পেঁয়াজের দামের মতন।

১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আজকে আমার কবিতা এটাই ।

বিশ থেকে দুইশোর পথে ০০৭ !!!

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

২| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৩

সাইন বোর্ড বলেছেন: ভাল আয়োজন !

১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

রাইসুল সাগর বলেছেন: দারুন লিখেছেন কবি। পেঁয়াজ টা রম্য টাইপ হইছে বলে বেশি ভালো লাগছে+++++

১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় রাইসুল সাগর পেঁয়াজ টা নির্মম র‌ম্য । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । পেয়াজের হালি কত হবে??

৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

হাবিব বলেছেন:
পেঁয়াজ নিয়ে এতো আয়োজন!
সুন্দরী রসুন বলে " রুপের তবে কি প্রয়োজন?"

১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: পেয়াজের ঝাঁঝে রসুন কুপোকাত । রঙের বড়াই করা লাগবে না আর ।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

জুন বলেছেন: পেয়াজ কাব্য পড়ে দারুণ মজা পেলাম সেলিম আনোয়ার =p~

১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

=p~

৬| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

কিরমানী লিটন বলেছেন: মহারাণী আয়েশে
ডুবে আছে পায়েশে
আমরা মিছে ভাবনা করি
পিঁয়াজের মন....

অসাধারণ লিখেছেন কবি- খুব ভালোলাগা....

৭| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭

সোহানী বলেছেন: পেয়াজ আর দূর্ঘটনা কিন্তু একই সূত্রে গাঁথা.................।

যাহোক, পেয়াজ ছাড়া রান্নার প্রেকটিস শুরু করতে বলেন ভাবীকে :P

৯| ১৫ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর হয়েছে কবিতা । দু:খ কষ্ট আর থাকবেনা
আর কটা দিন সবুর করেন, নীচের মত কবিতা হবে রচনা

দুর্ঘটনা
দুর্ঘটনা আর থাকবেনা
হবে শুধুই ঘটনা
কর যদি রটনা
মুন্ডু তব রবেনা!

উড়াল সেতুর কাম ফুরালে
ঘুরবে শুধু ডালে ডালে
পা পড়বেনা মাটিতে
কাওকে হবেনা হাটিতে।

তবু ভয় যদি পাও
ঘরে শুয়ে দিন কাটাও
প্রিয়জন থাকবে পাশে
কাটবে বেলা হেসেহেসে ।

পিয়াজ
আসছে বারে পাবে পিয়াজ
খেতের পিয়াজ আসল বলে
পিয়াজের জাল কমে গেলে
শেষে কান্না যাবে ভুলে ।

ছেলে ঘুমাবেনা পাড়া জুড়াবেনা
বর্গী আসবেনা আর দেশে
জন্মানো পিয়াজ শেষ হবেনা
উড়বে টাকা আকাশে বাতাশে।

শুভেচ্ছা রইল


১০| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: কয়েকদিন ঢাকায় ছিলাম না।
আপনার কবিতা মিস করেছি।
আজ মনে হলো অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩

নার্গিস জামান বলেছেন: কি যে ভালো। :)

১২| ১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

এফ.কে আশিক বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়ছি
ভালো লাগলো কবি

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.