নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ওগো মৎস্যকন্যা !!!

১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫



ওগো মৎস্যকন্যা সুখের প্লাবন দক্ষ সাঁতারু
জানি ডুব সাঁতারে হতে পারো— পাড়
ভালোবাসার পারাবা‌র;
আমি ও ফেলেছি ছিপ করিবো শিকার!
ওগো মৎস্য কুমারী শুধুই তোমারে
— তুমি যেন সেজে আছো রূপ কথার অপরূপ রূপে!
জানি গো ভারত নাট্যমে দক্ষতা আছে তোমার
তুমি যেন আনমনে ভুলে যাও অতল জল; উত্তাল ঢেউ
যেন গিলে ফেলো টোপ —ভালোবাসার পাতা ফাঁদে ফেলো পা; নৃত্যের তালে
জড়িয়ে পড়ে ইন্দ্রজালে মন্ত্রমুগ্ধ হয়ে
তুমি যে শুধুই আমার!
জলের ঢেউ যেমন আছড়ে পড়ে পাড়ে
তুমি ও আছড়ে পড়িও ওগো— এই বুকে!
গোধূলির আলো মেখে সূর্য যেমন পশ্চিমের আকাশে— ডুবে যায়
তুমিও দাওনা ডুব!
ভালো বাসার আবির মেখে আমার এই তৃষিত বুকে,
চাতক ঠোঁটে ।
—এই লও কলম!—
কামনার জলে ভেজা প্রস্ফুটিত রক্ত জবা হয়ে ...


মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আমি ও ফেলেছি ছিপ জলে

২| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

নুরহোসেন নুর বলেছেন: কবিতার ভাঁজে দেখতে পাচ্ছি এক কাল্পনিক মৎস্য কন্যা।
সিন্দাবাদের মত সাত সাগর পাড়ি দিতে ইচ্ছে করছে ইচ্ছে করছে মৎস্য কন্যার সাথে প্রেম আদান প্রদান করতে!!
ভাল লাগলো প্রিয় কবি।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

কাল্পনিক না বাস্তব ।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৭

নার্গিস জামান বলেছেন: ওয়াও:)

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৬

জগতারন বলেছেন:
খুউব সুন্দর কবিতা।
কামনা করি কবি তার ভালোবাসার মানুষ নিয়া সুখেই থাকুন।

মৎস্যকন্যার সুন্দর রকটি ভি-ডি-ও' আমার সংগ্রহে ছিল।
কি ভাবে যে এখানে সংযোজন করিতে হয় তা না জানার দিতে পারিলাম না।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৬

সাইন বোর্ড বলেছেন: বেশ অনুভবময় ।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা জানবেন।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: মৎস্যকন্যারা ঝানু এবং দক্ষ ডুবসাঁতারু হয়ে থাকে। ছিপ ফেলে ওদের ধরা দুষ্কর।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

৯| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব কমেন্টে আমি অনুপ্রাণিত। খায়রুল ভাই আমি ও দক্ষ মৎস্য শিকারী মৎস্য কুমারী জানে। তার যে আমার ছিপ পছন্দ। =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.