নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমরা

২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

তুমি ভীষণ বুদ্ধিমতী—
কষ্টিপাথরে যাচাই করে
তবেই হয়েছো সাথী— অদৃশ্য অটুট বন্ধনে
সঁপেছো তব প্রাণ
আমিও রাখতে জানি স্থান— অক্ষত অম্লান
এই হৃদয়ে! কেউ কী পারে যেতে সরে—দূরে!
এমন প্রগাঢ় প্রেম ছেড়ে —নির্মম এই প্রথিবীতে।
ধরে নাও ব্যস্ত ছিলাম— তোমার প্রেমেই ন্যস্ত ছিলাম
এমন করেই তোমায় দিলাম ভালোবাসার সবকটি গ্রহ অথবা তারা।
পেছনে ফেরা আর নয়—সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে
তবেই তো— আমাদের যুগলবন্দি এইখানে তুমি— আমি।
সুদৃঢ় প্রত্যয়ে— ভালোবাসা সবথেকে দামী
বাকিসব অযাচিত— দূর করো সব জঞ্জাল
ভাসিয়ে দাও ওগো তারে নবধারা জলে ।
তুমি আমার শত সাধানার ধন— প্রতীক্ষার বুক চিড়ে।
পরিবর্তনশীল এ অবনীর বুকে আমরা যেন ধ্রুবতারা
অবস্থার পরিবর্তন হয় না যার। আমরা ঘুরেবেড়াই
আপনার কক্ষপথে আনন্দ লয়ে প্রাণে—হংসমিথুন যেমন ভাসে সরোবরে; জলে..

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

ওমেরা বলেছেন: প্রেম বিলাসী কবি, ভালোবাসার জোয়ারে ভেসে যাওয়া কবিতায় ভালোলাগা ।

২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্ট ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা রইল।

২| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৩

নজসু বলেছেন:


ভালো লাগা প্রিয় কবি।

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা রইল। গ্রাউন্ড ওয়াটার মডেল ট্রেনিং এর জন্য এ কয়দিন ব্লগে সময় দিতে পারিনি ।

৩| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৫

ইসিয়াক বলেছেন: প্রেমময় জীবন তব হোক আরো রঙিন ।
যুগ যুগ ধরে প্রেম থাকুক অমলিন।

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৪| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৯

নুরহোসেন নুর বলেছেন: প্রিয় কবি,
আমি ভাবনার জগতে হারিয়ে যাই ভাবতে থাকি,
কষ্টি পাথরে যাচাই করা ভালবাসা আমার পাওয়া বাকী।

২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪০

নার্গিস জামান বলেছেন: ভিষণ সুন্দর :)

২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাললাগা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও আপনার জন্য নিরন্তর শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.