নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

যাবো তো যাবো

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১২

যাবো তো আমি তুমি যদি যাও
তুমি কী বুঝোনা কেন যাবো?
তোমার ঘ্রাণ সবার অগোচরে
নিয়ে নেবো প্রাণভরে অনুভূতির অতল গহ্বরে
জানি উছলিয়া উঠিবে খুশির প্লাবন ।
ভেসে যাবে সব ওগো ব্যর্থতা অনুভব
লজ্জা ভেঙে তুমি দেখবে চেয়ে অপার বিস্ময়ে
কে আমি হৃদয়ের কড়া নেড়ে
আর সব হেলায় তুচ্ছ করে হারিয়েছি পথ
তোমার ই ঠিকানায় যেন নিয়তি নিয়ে যায়
বারে বারে তুমি যেন নিয়তি তাই স্রষ্টার ইশারায়

যাবো তো যাবো তোমাকেই পাশে খুব করে চাবো পাবো কি না কে জানে দুচোখে রেখে চোখ
বলে দিতে সব - সব চোখ ফাঁকি দিয়ে
হয়তো খুঁজে পাবে অবাক পৃথিবী আমার এই দুচোখে , আকাশের ওপারে অনন্ত আকাশ
যেখানে ইচ্ছে পাখায় চড়ে উড়ে যায় মুক্ত বলাকা ; আমরা কী সেদিন ইচ্ছে পাখি হবো
সব দ্বিধা ঝেড়ে ফেলে নাকি মেঘে ঢাকা চাঁদ হবো আমি চাই তুমি আমি ভোরের রবি হয়ে
ফোটাবো গোলাপ শীতের কাননে ভালোবাসার কারণে।


যাবো তো যাবো তুমি যদি যাও
ভালোবাসার অনুমতি তুমি যদি দাও

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ২:২৩

বাকপ্রবাস বলেছেন: ভালবাসার যাত্রা শুভ হোক

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:১৯

ইসিয়াক বলেছেন: চমৎকার প্রকাশ....।
সুপ্রভাত

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।শুভসন্ধ্যা ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৮

নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ কবিতা!
ভালবাসা নিবেন, প্রিয় কবি।

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


চিরদিন দরজার বাহিরে?

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: না ভেতরে ভেতরে বাহিরে অন্তরে অন্তরে ।

আপনি বুঝি বুঝেন না ।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


শিরোনাম ও কবিতার লাইন "যাবো তো যাবো", আমার কাছে অপরিস্কার রয়ে গেছে।

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সু্প্রিয় ব্লগার ওটা অপরিস্কার রাখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কি যেন বলেন ঘোলা পানিতে মৎস শিকার। সেরকম আর কি ঘোলাপানিতে মৎসকন্যা শিকার ।প্রিয়তমাকে কাছে টেনে নেয়া ।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯

নজসু বলেছেন:


ভালো লাগা।

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: এখন সময় হয়েছে জ্বালাময়ী কবিতা লেখার।

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপরামর্শে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.