নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আচ্ছা কেমন সেই অনুভূতি?

২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২


কোন রঙের শাড়িতে? নাকি ফুলে গুজা খোঁপাতে?
নাকি খোলাচুল উড়িয়ে আসিবে এলোমেলো হাওয়াতে?
কি বেশে দেখিবো তোমায় ভেবে ভেবে থাকি যেন কোমাতে।
নাকি ভেবে ভেবে কেটে যাবে নির্ঘুম রাত?— পারবো না ঘুমোতে
নাকি তোমার কোমল পরশ আলতো ছুঁয়া পাওয়াতে
হতে পারে কী সুতীব্র এক নিমিতক চুম্বন?
বুকফাটা পিপাসা নিমেষেই মেটাতে;
নাকি হবে খেলা ফাইনাল— নাঙা তলোয়ার আর খাপ কাগজে কলমে?
ছিঃ ছিঃ ভাবছি কি? তওবা!
আচ্ছা কেমন সেই অনুভূতি প্রিয়তমার চোখে চোখ রাখাতে ?
ভালোবেসে তাকাতে— খুব কাছে নিশ্বাস ফেলাতে;
সবটুকু বিশ্বাস বাজী রেখে ভালোবাসি বলাতে— সবরূপ তোমার যেন
লেগে থাকে অপরূপ গ্রীবাতে। অভিমানি দুটো চোখ অদ্ভুত গাল ফুলিয়ে থাকাতে ।
লজ্জাবতী লতা কি খুব বেশি গুটিয়ে যায়— আলতো ‍ছূঁয়াতে?
কি জানি কিযে হয়!— এলোমেলো ভাবে মর্মে এসে বিঁধে রয়,
সবকিছু হতে পারে ঠিক পাশে বসে তোমার সাথে শুধু এক কাপ চা খাওয়াতে ।
ধ্যূত্তরি কি যে করি এলোমেলো ভাবনা; বন্ধু তুমি আসবে কাছে
ভূলে যাবো অতীত গ্লানি যাতনা ভাবাতে। সখি আমার প্রাণের দোসর মাথার ছায়া
থাকলে পাশে কেটে যাবে দূর্ভাবনা ।
হাসি হবে কথা হবে সবাই মিলে যেন বসিয়ে চাঁদের হাট—
খুশি আর আড্ডায়; সেই দিনের প্রতীক্ষায় ক্ষণ যায় দিন যায়
শুধু বলি মনে রেখো আমাদের ভালোবাসা মিছে না ।

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: khub sundor

২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!

এই কাব্য পলাল পলে আমি হাসতে হাসতে হাসতে হাসতে হাসতে হাসতে হাসতে ফিট হয়ে মেঝেতে পড়ে গেছি!

সেই গানা মনে পড়ছে-

বন্ধু তিন দিন তোর বাড়িৎ গেলাম দেখা পাইলাম না ....... :D

২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

সেলিম আনোয়ার বলেছেন: শায়মা ।

বলো কী? এই যে হাত বাড়িয়ে দিলাম শক্ত করে ধরো তারপর ওঠে পড়

তিন দিন নাকি ৭ বছর ?? হা হা =p~

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৩

কিরমানী লিটন বলেছেন: প্রতিক্ষার অবসান হবে - আপনার তিনি হয়তো শাড়িই পরে আসবে সে আড্ডায় - সেলোয়ারও পড়তে পারে- প্যান্ট শার্ট পড়বে না এটা নিশ্চিত :D

কবিতায় ভালোলাগা কবি।

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২০

নুরহোসেন নুর বলেছেন: কিযে ভাবি কিযে করি!
আপনার কবিতায় সমাধান খুঁজি, পেয়ে গেছি প্রিয়াকে মনের কথা জানানোর ভাষা।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

বলে ফেলুন মনের কথা সফল হোন ..... :)

৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৪

ইসিয়াক বলেছেন: হা হা হা ।কবিতাটি আজ খাসা হয়েছে.....।
দুষ্টু মিষ্টি যাকে বলে ......। B-)

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ও তো রম্য লিখতে বলেছে রোমান্টিক রম্যই হলো । আমরা এখন চারকদম চলতে জানি হৃদয়ের ভাষা পড়তে জানি । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৩

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: সময়ই বলে দিবে ভালোবাসা মিছা না সত্য।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: অর্ধযুগই স্বাক্ষ্য দিবে । বাকি কতযুগ আছে সূর্যের সামনে কে জানে তারাও সত্যই বলবে ।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

সূচরিতা সেন বলেছেন: ভালো লিখেছে প্রিয় কবি সেলিম দাদা।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২০

নার্গিস জামান বলেছেন: ভিষণ সুন্দর :)

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাবতেই ভাবতেই যায় বেলা।

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: আসলে ই নস্টালজিয়ার মতো কল্পনা থেকে হয় উদ্ভুত ।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুর তুললে সেরম গান হয়ে যাবে দাদা!
অসাধারণ মুগ্ধতার মালা গেঁথেছেন।

প্লাস+++

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অর্ধযুগই স্বাক্ষ্য দিবে । বাকি কতযুগ আছে সূর্যের সামনে কে জানে তারাও সত্যই বলবে ।

আমার মন্তব্যের সুন্দর উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর আপনি একজন বিজ্ঞ ব্লগার এমন করে কেন বলেন ? যখন উত্তর দেয়া অসম্ভব তখনই শুধু উত্তর দিতে পারি না।

আপনার ২য় কমেন্টে আমি অনুপ্রাণিত ।

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

তারেক ফাহিম বলেছেন: অসাধারন হয়েছে প্রিয় কবি।

সায়মাপুর মন্তব্য পড়ে আমিও হাসছি অনেক।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আনন্দময়ীর মন্তব্যে না হেসে কি উপায় আছে?

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:৫৭

সোহানী বলেছেন: কবি ভাই, যে বেশেই আসুক আসলেই হলো

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সোহানী আপু

তাহলে কি আর কবিতা হবে? উপস্থিতিই আসল তারপরও কবিতারা অমনই হবে । ধরুন আমি যদি ছেড়া জুতো শার্ট পড়ে আসি তাহলেই কোন সমস্যা হবে বন্ধুত্ব আর প্রেমই আসল যাদের মধ্যে ওসব নেই সুন্দর জামাও ভালো লাগবে না অপরূপ রূপ । এ অন্যরকম অনুভূমি । যা একান্তই নিজের তাতে অন্য রকম ভালো লাগা কাজ করে।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৭

খায়রুল আহসান বলেছেন: কল্পনা মানুষের এক বড় আশ্রয়!

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন শ্রদ্ধেয় কল্পনা মানুষের এক বড় আশ্রয় আর কবিতা কবির একমাত্র আশ্রয় সবাই তো আর কবিতা লিখতে পারে না ।
এমন কি অনেক কবিও কবিতা লিখতে পারেন না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.