নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শ্যাওলা জমেছে যেন আবদ্ধ জলাশয়ে বোধের খাঁচায়

২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

শ্যাওলা জমেছে যেন আবদ্ধ জলাশয়ে বোধের খাঁচায়;
ক্লান্ত দেহ— অবেচেতন মন, আততায়ি ক্ষণে
তোমারই পরশ চাইছে এখন—
সূর্য ডুবে গেছে তুমিও কীগো দিলে ডুব
সান্ধ্য আলোয় মিশে গেছে দিন— রাতের আঁধারে
রাত্রীর পরশে ক্লান্তিরা যেন প্রজাপতি হয়ে স্বপ্নলোকে উড়ে যায়
যেখানে চাঁদকন্যা হয়ে তুমি স্বপ্নজাল রেখেছো বুণে
ঢেকে রেখেছো ভালবাসার অনুরণন —রূপকথার দেশ বলে
করো না মতিভ্রম—কুয়াশার চাদর গায়ে কিছু উষ্ণতা পাঠিয়ে
দিতে পারো, নীল খামে ভরে— হিমেল হাওয়া লেগেছে প্রাণে
শীতল হওয়া হবে কী তবে দূত, রেশমি চাদর গায়ে..লিখে দিলাম
প্রিয়তমা খুব কাছে আসনা— এক কাপ উষ্ণ চা সাথে যোগ রবীন্দ্রগান
ভারতনাট্যমে, জানোতো চারিদিকে জমে আছে
রাজ্যের অভিযোগ; এটা নেই সেটা নেই কেউ যেন ভালো নেই—
তবে কী অবিচারে ছেয়ে গেছে দেশটা?
সবাই মিলে যেন করিতেছে তারে রক্ষার শেষ চেষ্টা !
আমাদের প্রেম ছাড়া তবে কী— কিছু আর ভালো নেই?
এমন ক্রান্তিকালে—শুধু দুজনার প্রেম সুখপাখি হয়ে মেলে ডানা,
ঐ নীল আকাশে— হতাশার আঁধার করে দূর বৈষম্য পায়ে ঠেলে।
সুখপাখি তবু যেন দ্রোহে অগ্নিশিখা ধ্রুবতারা হয়ে জ্বলে,
নিষ্ঠুর সময় আসলে যে সর্বনাশা কেউ কী সুখে নেই ভালবাসা বুকে নেই
কিছু কী ভালো নেই আমাদের প্রেম ছাড়া— আসলেতো মিঠে কড়া কথাতেই
জমে গেছে ভালোবাসা হয়ে গেছে কবিতা। তোমাকেই ভালোবেসে তাই
—করি শুভকামনা; আমাদের প্রেমে যেন দূর হয়ে যায় অবণীর বুকে চেপে থাকা
সব যাতনা, আনন্দ করুক ভর, সবার উপর; দূর হোক আঁধার পাহাড় বাঁধার
ভোরের সূর্য যেন ওঠে নতুন দিনের আগমনি গানে— এই কামনা সদা মনে ।

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৮

ইসিয়াক বলেছেন: সুন্দর

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৪

হাবিব বলেছেন: আহা বিরহ........

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: :(( । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,





প্রেমের দীঘি ছাড়া আর সবখানেই এখন জমেছে শ্যাওলা। কোনও কিছুই আর ভালো নেই।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট ,আহমেদ জী এস ভাই ব্লগ ডে টে আবারো হবে দেখা । আসলে এতা প্রিয়জন সমাবেশ সবকথা হয়না শেষ । কতকথায় থেকে যায় ।


ভালথাকুন সবসময় হে শ্রদ্ধেয় । নিরন্তর শুভকামনা ।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

নুরহোসেন নুর বলেছেন: প্রেমের মাঝেও ঢুকে গেছে রাজনীতি,
প্রেমিকরাও কস্টে আছে প্রিয় কবি।
কবিতা অসাধারণ হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আমাদের প্রেমে নয় তাহলে কী এত কবিতা গল্প খুনসটি হয় ।


আপনারও এমন খাটি প্রেম হোক ।জীবন ভরে ওঠুক ফুলে এবং ফলে ।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৫

নার্গিস জামান বলেছেন: ভীষন সুন্দর :)

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: তাই নাকি? :)

সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সহজ সরল। প্রানবন্ত।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা । ব্লগ ডে টে হোক দেখা ।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩৫

সূচরিতা সেন বলেছেন: অনেক ভালো হয়েছে কাব্য।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪১

জুল ভার্ন বলেছেন: প্লাস।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় জুল ভার্ন প্লাসে অনুপ্রাণিত। নিরন্তর শুভকামনা থাকলো আপনার জন্য ।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




সেলিম আনোয়ার ভাই,
সব জায়গায় ফর্মালিন, প্রেমে ফর্মালিন কতোখানি ?

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ফর্মালিন দিয়েছে যাতে সংরক্ষিত থাকে বহুদিন ।আপনি তো জানেন প্রেম এক বিষাক্ত বটিকা ফরমালিন তার সােমনে কিছু নয় । তবু তো প্রেম আরাধানা তবু কবিতা লেখা হয় । আমরা মেতে থাকি প্রেমে ভালোবাসার খেলায় ।


অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.