নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এখন বুঝি চারিদিকে অঘোর আঁধার—অতন্দ্র প্রহরায়!!!

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২



ধুত্তুরি ছাই! ভাবি বসে কেন তা—ই!
কার কাছে দিলে ধরা?—ধরাকে করিয়া সরা
কাটে বেলা সেই অযাচিত আশংকায়;
কি পেলে? কি হারালে? ভাবি বসে
খুব কী বেশি সুখ ? অদ্ভুত!
অপার ভালোবাসা দূরে ঠেলে।
সোনার খাঁচায় অট্টালিকায় বন্দী থেকে
তুমি তো খুঁজিয়া বেড়াও; ধ্রুবতারা—রাতের আকাশে,
রঙিন প্রজাপতি, ফুল পাহাড়ি ঝর্ণাধারা,
সবুজ বনানীর ফাঁকে—বয়ে চলা নদীর কুল কুল ধ্বনি;
কতটুকু সুখ খুঁজে পাও; বলতো শুনি।
তুমি তো খুঁজিয়া বেড়াও সুখ— অট্টালিকার পরে
ছাঁদের উপর রুপোলি চাঁদের জোস্না মেখে গায়,
এখন বুঝি চারিদিকে অঘোর আঁধার—অতন্দ্র প্রহরায়;
আমি যেন, নির্বাক বসে থাকা তোমার বুকে সুখপাখি
ঝিঁঝিঁ পোকার ডাক! নাকি জুনাকি পোকা মিটিমিটি আলো
যারে পরম আদরে ছুঁইয়ে দাও
খুব ভালোবেসে জড়িয়ে নাও— তোমার কোমল বুকে
কল্পলোকে।—যেখানে নিত্য বাসর সাজিয়ে
দোসর হয়ে থাকো আততায়ি প্রেমের জিঘাংসায়।
তুমি ভেসে যাও— দূর নীল আকাশের বুকে
হয়তো শরতের সাদা মেঘ হয়ে
অথবা অমরবতী নদী হয়ে, তুমি বয়ে যাও ঐ দূর সাগরে
সুখের আকরে—সঙ্গম কামনায় রক্তগোলাপ হয়ে
আমি যেথা অপরাজিত ভ্রমর— কবিতা আর গানে।
সোনার মেয়ে— চাঁদনী বদন,
নির্বাক ঠুঁটে দিয়েছো বলে সব—
প্রকাশ্য দিবালোকের মত আলোক উদ্ভাসিত যা—
জেনে গেছি আমি তা, কামনার ভনিতা।
সময় করে চলে যাবো— ঐখানে, মায়ার বনে —যেখানে প্রেমের বিভীষিকা।
আসলে বিভীষিকা নয় প্রেমের অগ্নি শিখা অমোঘ পরিণয়— সঙ্গমসুখে
করিবো ভাগ সুখের নির্যাস— এক কাপ; ইন্দ্রিয় অনুভূতি কাগজে কলমে
অনুভূতির সপ্তাকাশে চড়ে— তুমি আমি মিশে যাবো সেথা এক নিমিষে
চোখের পলকে অটুট বন্ধনে বাঁধা যে, আমাদের দুজনায়।
যে সৃজিলো তোমারে এতো অপরূপ রূপে আমি তাই লিখে যাই—কবিতা;
স্রষ্টার বন্দনায় প্রগাঢ় বিশ্বাসে—তুমি ছাড়া এ জীবন যেন বৃথা তাই
তুমি মোর সাধনা; প্রয়োজনে ঐ দূর হিমালয় চূড়া থেকে ছিনিয়ে এনে
তবু ভালোবেসে যাই—এই জীবনে শুধু তোমাকে যে চাই ।


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

হাবিব বলেছেন: সারাজীবন কাছে থাকুক প্রিয়তমা..........

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




অপেক্ষায় আছি - ভোর হতেই হবে,
রাত যতো গভীর আর নিকষ কালো হোক
ভোর হতেই হবে - প্রকৃতির নিয়মেই ভোর হবে
সময়, অতীত, ইতিহাস তাইতো বলে - - -

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

নার্গিস জামান বলেছেন: সুন্দর:)

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
কবি’র জীবনভর ভালোবাসা থাকুন- কবি ভালোবাসায় থাক!
শুভকামনা

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

ইসিয়াক বলেছেন: সুন্দর

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: আহ আপনার মতো কবিতা লেখার প্রতিভা যদি আমার থাকতো!

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৬

নুরহোসেন নুর বলেছেন: কি এক মায়া জড়িত শব্দমালা,
সম্মোহনের মন্ত্র যেন!!
ভালো লাগায় মুগ্ধতা ছুয়ে গেল।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৯

জাহিদ হাসান বলেছেন: কবিতা বটে!

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.