নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে পাখি

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫



ইচ্ছে পাখি চা ই ছে তোমায়— কাছে
ইচ্ছে হলেই পাখিটার তার সাধ্য কি আর আছে ?
হায় অনিচ্ছাতে কত কিছু জুটে!
কাননে হাছনা হেনা— কুসুমকলি ফুটে।
হায়! ইচ্ছে পাখি তোমার ছূঁয়া চায়,
ডানা মেলে ভাসে যেনো বসন্ত হাওয়ায়;
বসন্ত তো আসেনি এখনো; তবু মনে কোকিল ডাকে কেন?
ইচ্ছে মতো শীতের কুয়াশা বুকে বসন্ত সাজাই,
ইচ্ছে কী আর শুনে সব কথা !
অপ্রগলভ প্রেমে অযাচিত অপারগতা
তবু ভাবি যদি তুমি লাল গোলাপ হতে; আরি আমি হতেম প্রজাপতি;
হতো কী ভীষণ রকম ক্ষতি?
ক্ষতি নয় লাভই বোধহয় হতো,
অঙ্গে অঙ্গে সুখের অনুভূতি; কামনা রাঙা হতো।
এমন হিমেল হাওয়ায় গায়ে উষ্ণতা এনে দিতো,
শীতের চাদর গায়ে— বর্ষা হলে তাতে
ভালোবাসার ষোলকলাই পূর্ণ হয়ে যেত।
ইচ্ছে পাখি চাইছে— তেমনটা যে!
চোখের আড়াল হলে কী আর মনের আড়াল হয়!
মনের চোখে যেন অপসরা ঠুঁট সতত বাঙময় ।
আমার ইচ্ছে পাখি— যখন তখন তোমার কাছে রয়
আমার ইচ্ছে রাখো আমায় না হয় প্রিয়তমা মধু নামে ডাকো।
যে ইচ্ছে পাখি তোমার বুকে তাকে তার বুকে কী নাই কোন ক্ষত
এই আমাকে অনেক কাছে পাওয়ার সুতীব্র কামনাতে।
অবলা ইচ্ছে পাখি কেন খুঁজে শুধু প্রেম
শুধু বুঝে
তো
মা
কে ।
এই জগতে আরো কতো কিছুই তো আছে
ইচ্ছে পাখিটার মন বসেনা কেন অন্য কোন কাজে ।
এটা তো হায় অভেদ্য সীমাবদ্ধতা—
তোমার মতো, আমিও তাই আছি ভীষণ লাজে!!




মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠে আনন্দ পেলাম।

শুভ সন্ধ্যা।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । শুভ সন্ধ্যা ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


'বউ কথা কও পাখী'র মতো এক কবি! বউ কথা কয় না

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

সেলিম আনোয়ার বলেছেন: :)

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য।
প্যারা করে দিলে আরো ভাল দেখাবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । ধরে নিন তার দাপ্তরিক দায়িত্ব পালন করছি ।

বিরাম চিহ্ন বসিয়ে দিলাম কাবিতার ভাঁজে ভাঁজে । :P

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০২

হাবিব বলেছেন:
ইচ্ছেপাখিটার মন বসে না কোন কাজে
ঘুরে ফিরে তোমার মনের ভাজে ভাজে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট নিরন্তর শুভকামনা । কমেন্টে+ ।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২০

এস সুলতানা বলেছেন: বেশ সাবলীন লেখনী

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪১

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.