নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শুভসূচনা ও সফলতা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

শুভসূচনা
তেলের সাগরে হায় ভাসে যেন দেশ,
দিন ফুরিয়ে যায় তবু তার ফুরায় না যে রেশ!
এতো তেল যে— কোথা থেকে আসে?
তেলে তেলে সয়লাব রাষ্ট্রযন্ত্র —সুপ্রিয় স্বদেশ।

কর্মমন্ত্রে যেন দীক্ষিত হতে নেই,
হতে গেলে তার যেন আর কোন রক্ষে নেই!
হায় তবে কী দেশ যাবে রসাতলে!
ভাবি তাই পড়ে পীড়নের যাঁতাকলে
আমাদের পূর্বপুরুষ নাকি মুক্তিযুদ্ধা !

আবারো এসেছে ডিসেম্বর,
বিজয়ের পদধ্বনি যেন আজও শুনি আত্নার ভেতরে
ভাবি বসে নিরালায়—প্রিয়তমা, কবে তোমার দেখা পাই?
আবারো কবে হবে কথা? —একবুক ভালোবেসে
সুপ্রিয় কবিতা, মহাকাব্যিক সুষমা গায়ে মেখে
মনে রেখো ভয় নাই! ভয় নাই!!
কর্মমন্ত্রে দীক্ষিত হয়ে তবেই উঠিবো জেগে
যেভাবে ওঠে রবি রোজ— নতুন দিনের হয় শুভসূচনা,
রবে তেল খনিতে, শিল্প কল কারখানাতে— গাড়ির ইঞ্জিনে।
রবে না রবে না— অতিরিক্ত তৈল মর্দন
এই হোক সুদৃঢ় প্রত্যয়— সততার চর্চায়
আমাদের পথচলা নিত্য যেন হয়—ভালোবাসা লয়ে বুকে
তোমাতে আমাতে হোক— শুভ পরিণয় ।

সফলতা

সোনার মেয়ে —যেই খানে তোমার পথচলা,
আমাকেই রেখো পাশে সাথি করে।
তবে যদি মেলে সুখ—নইলে আছে দূর্গতি,
এবার তোমার হোক সুমতি
কী লাভ বলো ভুলের চর্চায় নিজেকে সঁপে দিয়ে।
লোকচোখে ক্ষুদ্র হয়ে— হও শুধু বিব্রত বোধের অলক্ষ্যে
রাবণের কী আছে বিবেচনা?—তোমাকে আমাকে রেখে দূরে
সাধের লঙ্কার ধ্বংস সাধনা,
তাতে নেই সমৃদ্ধি কোন—তাই বলি আমাকেই রেখো পাশে..
আমরা দু’জনে মিলে গড়িতে পারি অপার বিস্ময়
সাফল্য গাঁথা সব লুটিয়ে পড়িবে দেখো আমাদের পদতলে।
আমাদের মিলনে যেন আসে— রোজ ফাল্গুন
নিদারুন শীতে তাই, তোমাকেই ভীষণ প্রয়োজন
তোমাকেই কাছে চাই —নেই কোন ক্ষতি,
তোমাতে আমাতে সতত, প্রেম হয় যদি !!

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০২

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ চমৎকার অনুভূতির প্রকাশ কবি দা
অনেক শুভেচ্ছা নিবেন---------------

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১

শাহিদা খানম তানিয়া বলেছেন: এত রোম্যান্স পড়তে পড়তে মনে পরল শীত এসে গেছে।
ভাল লাগল কবিতা দুটি।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে , পাঠে এবং ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




কবিতার জাদুকর,
এই দেশে তেল চাষাবাদ বন্ধ করা হয়েছে সেই অনেক অনেক আগে এ ছিলো এক পূর্ব পরিকল্পিত হত্যা। তারপরও দেশে তেলের অভাব নেই তেলে তেলে তৈলাক্ত বানরের বাঁশের মতো “তৈলাভ বাংলাদেশ”

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন মন্তব্য “তৈলাভ বাংলাদেশ” তেল চর্চা বাদ দিয়ে কর্মচর্চায় নামার সময় হয়েছে । তাতেই সমৃদ্ধি তাতেই উন্নতি ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

বিএম বরকতউল্লাহ বলেছেন: তেলসমাচার!!

ভাল লিখেছেন। ধন্যবাদ।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় বিএম বরকতউল্লাহ কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯

ইসিয়াক বলেছেন: দুটো কবিতা ই সুন্দর হয়েছে

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে , পাঠে এবং ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭

জুল ভার্ন বলেছেন: কবিতার রোমান্টিকতা সোফিয়া লোরেন অভিনীত সানফ্লাওয়ার ছবির কথা মনে পরে গেলো! +

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো শ্রদ্ধেয় জুলভার্ন সোফিয়া লরেন অনেকের প্রিয় হিরুইন । এখন তিনি বৃদ্ধা । সময়ের পরিক্রমায় এভাবেই হয় লীন থেকে যায় কর্মযজ্ঞ । সান ফ্লাওয়ার বাংলা করলে সূর্যমুখী দারুন সুন্দর ফুল সূর্যই তার লক্ষ্য ।

কমেন্টে , পাঠে এবং ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন:
কাজী ফাতেমা ছবি ,
কমেন্টে , পাঠে এবং ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: দারুন।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট । নিরন্তর শুভকামনা ।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: একটি পিঁপড়া সহজেই পানিতে ডুবে যেতে পারে। তবে তারা দলবদ্ধ হয়ে পানিতে অনায়াসে ভেসে থাকতে পারে।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: একদম ঠিক । জোটবদ্ধতার বিকল্প নেই ।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬

নুরহোসেন নুর বলেছেন: তেল কাব্য, তেলে ছড়াছড়ি!
ভাল লাগলো প্রিয় কবি।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: নুরহোসেন নুর
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৩

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.