নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আরেক বসন্ত আসুক !!!!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

আবারো বসন্ত আসুক— জল হোক নদী;
গান হোক— কিন্নরীকন্ঠে
আকাশের বুকে ভেসে থাকা মেঘ বৃষ্টি হোক,
আনন্দধারা হয়ে জলধারা বয়ে যাক— তৃষিত পৃথিবীর বুক ছূঁয়ে ।

চেয়ে দেখো রবির আলোয় উদ্ভাসিত হয়েছে চারিদিক
দূর থেকে ভেসে আসে যেন কর্মযজ্ঞ রোগাক্রান্ত নিরেট
—এক অশান্ত পৃথিবীর অবয়ব।
শীতের পরশে জলপাই ডাল থেকে ঝরে পরে পাতা ।

শুকনো পাতার নূপুর পায়ে শুকনো ধূলো গায়ে বহে হিমেল হাওয়া,
জানি পাতাঝরার দিন ফুরোবে একদিন।
মলিন বনানি আবারো সবুজ হবে; বাসন্তী রং শাড়ি পরে
বসন্ত এসে বাজাবে সুখের বীণ।

আমি শুনি, আগমনি ধ্বনি— আরেক বসন্তের
যেখানে তুমি আমি
অটুট বন্ধনে বিনে সুতোয় বাঁধা ।

আবারো বসন্ত আসুক—জল হোক নদী;
পৃথিবীর বুক আনন্দ মুখরিত ক্ষণ হোক; শুনি বর্ষার জলধারা— নদীর কল কল ধ্বনি ।

আরেক বসন্ত আসুক; তুমি-আমি মিলে, ধূসর এই শহরের বুকে।
আনন্দে উছলিয়া ওঠে যেন মুখরিত করি সবে।

প্রিয়তমা! সেই অনন্ত বসন্ত আসুক যৌথ প্রযোজনায় তুমি-আমি মিলে …

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ কবি দা অনেক অনুপ্রাণিত

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০০

সেজুতি_শিপু বলেছেন: যৌথ প্রযোজনায় অনন্ত বসন্ত আসুক। সুন্দর কবিতা।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা।।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৬

হাবিব বলেছেন: শুকনো পাতার নূপূর কি পড়বে প্রিয়া?

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়া সোনার নূপুর পড়ুক ।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা।।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: যৌথ প্রযোজনায় কি? বাচ্চা উৎপাদন?

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন:

বাচ্চা উৎপাদন নয় অর্জন বলা যায় সেটা তো স্রষ্টার অশেষ কৃপায়।
সুপ্রিয় রাজিব নূর কেমন আছেন । কবিতাও লিখছেন দক্ষ হাতে । কবিতা পাঠকদের জন্য নতুন সংযোজন । দারুন ।

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা।।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর কবিতা সেলিম ভাই! যৌথ প্রযোজনার ভালবাসা পূর্ণতা পাক!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০১

বিজন রয় বলেছেন: অসাম! টুপিখোলা ধন্যবাদ।

সবে শীত, তারপরই বসন্ত!!

ওয়েট এন্ড এনজয়!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি শুনি, আগমনি ধ্বনি— আরেক বসন্তের
যেখানে তুমি আমি
অটুট বন্ধনে বিনে সুতোয় বাঁধা ।

...................................................................
আমি শুনি বসন্তের প্রান্তে
ঢাক গুড় গুড় বিজয় ধ্বনি,
অগ্রসরমান,
জয়বাংলা জয়বাংলা বলে
মুক্তির আহব্বান !!!
...............................................................................................

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ভালোলাগা ও কৃতজ্ঞতা । ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৬

নার্গিস জামান বলেছেন: খুব খুব সুন্দর :)

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: নব বসন্তের আগমনী রূপায়ণের চমৎকার আহ্বান।
শুভকামনা প্রিয় কবি ভাইকে।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

শিখা রহমান বলেছেন: সেলিম শীতার্ত পাতাঝরার শব্দ ঢেকে দিয়েছে কবিতায় আঁকা ভালোবাসার বাসন্তী পদধ্বনি!!

আপনার কবিতারা ইদানীং হতাশা কাটিয়ে উঠেছে। ভালোবাসার ঝলমলে আশাবাদী কবিতা পড়তে চমৎকার লাগছে।

শুভকামনা কবি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.