নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এ যে বিজয়ের মাস; যার প্রতিদানে
সকল বৈষম্যের প্রাচীর ভেঙে
বীর জনতা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে!
একটি পতাকা একটি মানচিত্র
পবিত্র মাতৃভূমি একটি স্বদেশ- একটি স্বপ্ন আজ
অনন্ত সম্ভাবনার দ্বার খুলে।
সে যেন এক স্বর্ণালী ইতিহাস
সারা পৃথিবীর বুকে,
বীর বাঙালি যেন ওঠেছিল জেগে
প্রখর রবির কিরণ মেখে
অনন্ত পৌরুষ লয়ে বুকে;
আমাদের প্রস্তুতি চলছে তাই ।
আমাদের প্রেরনা হয়ে কাননে ফুটে ফুল,
জ্বলে জুনাকির আলো- আঁধারের বুক চিরে।
রক্ত গোলাপ যেন ফোঁটে তাই
রাজধানীর বুকে বাংলার আনাচে কানাচে
বীর জনতা যারা সঁপে ছিল প্রাণ
যাঁরা দিয়েছে ঢেলে বুকের তাজা রক্ত সম্ভ্রম
তাদের আজ স্বাগত জানাই; যাদের
থ্রিনটথ্রির বুলেটে ঝাঁঝরা পাক হানাদার
তাঁদের দেশপ্রেম যেন আজও অম্লান
ধ্রুব তারা হয়ে জ্বলে রোজ আকাশে,
যেন তাঁরা আজও বেঁচে আছে লাল সবুজ পতাকায়;
পদ্মা-মেঘনা-যমুনা অববাহিকায়!
শ্রদ্ধা জানাই তাদের, এ যে মহান বিজয়ের মাস
এ বিজয় তাদেরই অবদান।
আমরা শুধু ভালোবেসে যাই জন্মভূমি সুপ্রিয় বাংলাদেশ
এই হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা তাই।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৮
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার বিজয়ের কবিতা, বিজয়ের শুভেচ্ছা রইলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: বিজয়ের দিবসের শুভেচ্ছা রইলো। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতার জাদুকর,
বাংলাদেশে ঐ একবারই বীর জন্মেছিলো যারা ৭১ এ প্রাণ দিয়েছেন। এখন আমরা ১৭ কোটি জনতা সবাই তদবীর! ট্রেনের টিকেট করতেও যে দেশে তদবীর চলে! যে দেশে পিয়ন চাপরাসি খানসামার চাকুরিতেও তদবীর। সেই দেশে বীর কোথায় - সবাই তো তদবীর!!!
০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট । কমেন্টে ভালো লাগা ।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা জানাই।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বিজয়ের দিবসের অগ্রিম শুভেচ্ছা রইলো। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:১৮
এমজেডএফ বলেছেন: কবিতা ভালো লেগেছে, সুন্দর+।
বিজয়ের মাসে ৭১ এর বীরদের প্রতি রইলো ফুলেল অভিনন্দন, আর এখনকার তদবীরদের প্রতি রইলো তীব্র বিরাগ।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন:
সব মিলিয়ে চমৎকার কবিতা!
অনেক শুভকামনা ভাই!
১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৩
ঝিগাতলা বলেছেন: বিজয়ের মাসে দারুণ কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ সেলিম ভাই