|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 আমি এক অতি সাধারণ— একেবারে সাদামাটা;
 যদি বলি অপাঙক্তেয়! তবে কী  তুমি খুব ব্যথিত হবে?
 কায়দা করে এড়িয়ে বলে দেবে কখনো প্রেম হয়নি আমাদের
 যেন সবে বুঝে যায় এসবি ভুলের বশে।
 তুমি কী নিরাপত্তা বেষ্টনী গড়ে আমাকেই ঠেলে দেবে দূরে!!
 তুমি কী খুবই বিব্রত হবে আমাতে?
 নাকি তুমি বুঝে নেবে অপ্রগলভ প্রেম কেমন হয়!
 তার কি রূপ-রস-ঘ্রাণ? কি তার মুজেজা?— এই বুকে 
 কী কান পেতে শুনে নেবে অনিবার্য কবিতা? যেভাবে
 সান্ধ্যপ্রদীপে সুনিশ্চিত হয় বিমুগ্ধ পোকার মরণ সেভাবে।
 তুমি কী এবার ছূঁয়ে দেবে চূড়ান্ত অধিকারে কাল উত্তীর্ণ এক প্রেম?
 তুমি কী তবে বলেই দেবে কল্পনা নয় বাস্তব
 তুমি আমি দু’জনে আর দুজনার প্রেম —অপার পরাভবে।
 নাকী কড়ায় গন্ডায় বুঝে নেবে অপ্রগলভ প্রেম
 দুষ্প্রাপ্য রত্ন যা— এই ক্ষণিকের চরাচরে 
 রত্ন খচিত হয়ে তুমি কী প্রীত হয়ে প্রাপ্য অধিকারে
 আবারো কবিতা হবে? হবে কী অনন্ত প্রতীক্ষার অবসান 
 বাঁধার দেয়াল ভেঙে চুড়ে? তুমি কী পারবে ?
 না কি পারবে না হায়! —ভালোবাসার অনুভবে
 বিকেলের মৃত্যুটা যেন তোমাতেই হয় প্রতিদিন
 খুব বেশি দেরি নয় যেভাবে প্রতিদিন মৃত্যু হয়
 রবির— দিনশেষে গোধূলির আলোয় পৃথিবীর বুকে।
 আমি তো বলেছি তুমিই পৃথিবী এই বুকে!
 তুমি কী এবার . বলে দেবে সাক্ষাতে — আমিই অধিপতি
 তোমার সৌরজগতে? তুমি যেন পরোনা আবার লজ্জাতে!!!
 ১৩ টি
    	১৩ টি    	 +২/-০
    	+২/-০  ১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৮
১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা রাজীব নূর ।
২|  ১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৩৫
১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৩৫
ইসিয়াক বলেছেন: সুন্দর হয়েছে ।
  ১০ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৭
১০ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
৩|  ১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৯
১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:৫৯
এম ইসলাম বলেছেন: 'তুমি কী নিরাপত্তা বেষ্টনী গড়ে আমাকেই ঠেলে দেবে দূরে!!'
... এটাই বোধহয় মূল কথা এ কবিতায়।
'তুমি কী এবার ছূঁয়ে দেবে চূড়ান্ত অধিকারে কাল উত্তীর্ণ এক প্রেম?' -মনে হলো, এখানে 'ছূঁয়ে দেবে' না বলে 'ছুড়ে দেবে' বললেই আগের লাইনগুলোর সাথে মিল পাওয়া যেত !
  ১০ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৯
১০ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট!!
ওটা আপনার কবিতা ।  
 
আমার কবিতা অব্যর্থ নিশানা সবকিছু এলোমেলো করে দিয়ে ।
আপনার মনে হওয়াকে সাধুবাদ সুস্বাগতম ।
৪|  ১০ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৩৫
১০ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৩৫
হাবিব বলেছেন: কিছু কথা অব্যক্তই থাকা ভাল
  ১১ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৯
১১ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: তা্ই বলে কী কালোত্তীর্ণ প্রেম সহস্র কবিতার। সবার মুখে প্রকাশ্য দিবালোকের মত সত্য যা ।
৫|  ১০ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:০৫
১০ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:০৫
শের শায়রী বলেছেন: আচ্ছা তোমরা এত সুন্দর শব্দগুচ্ছ কিভাবে তৈরী কর? মাঝে মাঝে একটু ঈর্ষাও লাগে শত চেষ্টায় জীবনে এক লাইন লিখতে পারিনি। ভালো লাগা কবিতায়।
অফটপিকঃ গত কাল বদরুল ইমাম স্যারের সাথে অনেক ক্ষন গল্প হল এক জায়গায় বসে।
  ১১ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৭
১১ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৭
সেলিম আনোয়ার বলেছেন: ও আপনার বদান্যতা । আপনি তো অসাধারণ আমি সাদামাটা ।
বড় ভাই ! আমি তো কার্জনের রাজা আপনাদের ভালবাসায় শিক্ত । বদরুল ইমাম স্যারের কথা বলি স্যার তখন পাহাড় বেয়ে উঠতে গিয়ে একটু ভারসাম্যহীন আমি হাতি বাড়িয়ে দিলাম স্যার হাত না ধরেই নিজেকে সামলে নিলেন । স্যার বুঝিয়ে দিলেন তিনি তখনো তরুন। শ্রদ্ধেয় হুমায়ূন আক্তার স্যার যিনি বর্তমানে শহীদুল্লাহ হলের প্রেভাস্ট তিনি বদরুল স্যারকে মডেল রেখে ফটো তুলতেন দারুন সব প্রাকৃতিক ভূতাত্ত্বিক ছবি । তাঁরা দুজনেই অতীব বিখ্যাত। যে কোন বিষয়ে অবলীলায় হক কথা বলাতে এক নম্বরে বদরুল ইমাম স্যার সিংহের কলিজা তার। হক যেহেতু আসলো প্রফেসর মরহুম মনিরুল হক স্যারই(সবার স্যার সামাদ স্যার বন্ধু যার) একমাত্র স্যার যাকে হুমায়ূন আক্তার স্যার বলেন স্যার
সেই স্যার আইনস্টানের মতই গেটাপ তাঁর সিগারেট ধরানো স্টাইল এখনো মনে আছে  বলবো না আর। ......
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ও বড় ভাই আপনার কলম চলুক শতস্ফূর্তভাবে আমরা হবো মুগ্ধ পাঠক । কবিতা ও লেখিয়ে নেয় ...আমার কলম নিয়ে ওর পাগলামো সহস্র কবিতার জন্ম দেয় । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৬|  ১১ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২৯
১১ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২৯
বিজন রয় বলেছেন: ভালবাসার চূড়ান্ত রূপ কি?
  ১১ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৯
১১ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
  ১১ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:২৫
১১ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:২৫
সেলিম আনোয়ার বলেছেন: 
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:২৪
১০ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:২৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা পাঠ করলাম।
ভাষা সুন্দর।