|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সোনাপাখি ভীষণ রকম বুভুক্ষু নাকি?
কথা দিলাম হবেগো তার অবসান,
ভালোবাসায় নেই ফাঁকি-
তৃপ্তির ঢেকুর তুলে কবিতা পড়ে
তুমি ঘুমুতে যাবে।
লিখে দিলাম চারটি পাখি,
দেখোতো বুঝো নাকি !
এই বার মুদো আঁখি;
ধরে নাও আমি আছি তোমার কাছাকাছি-
স্কন্ধে তোমার উষ্ণ দীর্ঘ শ্বাস
এই শীতের রাতে কামনার জলোচ্ছ্বাস
সারা দেহে। ওসব কথা বলবো না আজ।
এই ওষ্ঠ থেকে চুম্বনে শিক্ত হোক
তোমার ঐ বাঁকা ঠোঁট, তোমার
খোলা কেশ  এ দুচোখে নেশা হোক,
মায়াবী ঘোর হোক;
শীত এসে গেছে বসন্ত আসবেই!
স্রষ্টার এতো আয়োজন আমাদের ঘিরে!
কখনো কী মিথ্যে হতে পারে ?
দুজনে মিলে চলো হই নিপাতনে সিদ্ধ,
চলো করি  প্রতিপাদন 
হে অনন্ত যৌবনা তুমি কি প্রস্তুত এখন?
মিলনে সঙ্গম সাধনায়! করিতেছি তাই উদাত্ত আহ্বান;
আজকের এই মায়াবী রাত- অকাট্য দলিল হয়ে থাক
দুজনার প্রেমের এই যে আগুনজল কথা দিলাম তা হবে না নিস্ফল।
 ১০ টি
    	১০ টি    	 +৩/-০
    	+৩/-০  ১২ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৩৪
১২ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২|  ১২ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:১৭
১২ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:১৭
Subdeb ghosh বলেছেন: অসাধারন প্রকাশ!
  ১২ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৪
১২ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: এইটা হলো জাবর কাটা ।
৩|  ১২ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৫০
১২ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৫০
নুরহোসেন নুর বলেছেন: তোমার ঐ বাঁকা ঠোঁট, তোমার
নিতম্বের উঠানামায় এ দুচোখে নেশা হোক,
মায়াবী ঘোর হোক;
শীত এসে গেছে বসন্ত আসবেই!
-হৃদয় ছুয়ে গেলো, চমৎকার উপস্হাপন!
  ১২ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২৪
১২ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।একটু পরিবর্তন আনা হলো ।
৪|  ১২ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১২
১২ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: নিতম্বের উঠানামা কথাটা ভালো লাগেনি  
 
কবিতা সুন্দর হয়েছে
  ১২ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২৪
১২ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: পরিবর্তন করে দিলাম । নিরন্তর শুভকামনা । ওটাতো নাচের মুদ্রা ।
৫|  ১২ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৭
১২ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া +
  ২৬ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫২
২৬ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:৫৮
১১ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।