|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি কী করিতে পারো অনুমান?
কতোটি সকাল এমন গেছে
শুধু তোমার সাক্ষাতে খুব তৃষিত প্রাণ
এই ভেবে কোন না শুনবো না যে
পরম আদরে বুকে জড়িয়ে 
ভালোবাসার অর্ঘ্য ওগো করিবো তোমায় দান।
তুমি কী করিতে অনুমান?
কতোটা বিকেল এমন গেছে
তোমায় ছাড়া কোন কিছুই ভালো লাগছে না যে
এই ভেবে তোমায় নিয়ে রেস্তোরাঁতে
অথবা পার্কে বসে এক পেয়ালা চায়ের সাথে
তোমার প্রেমের এক পেয়ালা জল
করিবো আমি পান।
তুমি কী করিতে পারো অনুমান
কতোটি সুদীর্ঘ রাত এমন গেছে 
তোমার কথা ভেবে ভেবে 
কল্পলোকের গল্পকথায় সাজিয়ে বাসর
তুমি আমি নিমগ্ন প্রেমে হয়ে দোসর
নৌকো নদী খেলার লাগি আকুল এই প্রাণ।
তুমি কী করিতে পারো অনুমান
কতোটা ক্ষণ অবলা মন 
প্রবলরকম ঈর্ষা পরায়ণ 
জিঘাংসার রোষানলে এই আশঙ্কায়
মরে মরে তোমার ঐ প্রেমের অর্ঘ্য
আমায় নিঃস্ব করে করলে কারে দান।
তুমি কী করতে পারো অনুমান?
অক্সিজেন বিহীন একটি মানবদেহ;
মুমূর্ষু প্রায় মরছে শুধু ধুঁকে ধুঁকে,
তুমি হারা হবার আশঙ্কা বুকে চরম শোকে,
তুমি ভাবতে পারো প্রেম এমন তরো 
যার অনুলিপি হয়না কোন তেমন এক প্রাণ।
শত আঘাতে জর্জরিত ক্রমাগত নিমজ্জিত
তুচ্ছ হতে তুচ্ছ তরো ..
তুমি কী ভাবোনি কখনো?
এটা কি নয় ক্ষমার অযোগ্য ভুল কোন
পরম আরাধ্য এক শাশ্বত প্রেমের চরম অপমান
ওগো অন্তরতমা,
তুমি কী করিতে পারো না অনুমান!!!!
 ২০ টি
    	২০ টি    	 +৭/-০
    	+৭/-০  ১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৪
১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন । অশেষ কৃতজ্ঞতা। বিজয়ের মাস ডিসেম্বরে আমি জয় চাই ।
২|  ১৩ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩৭
১৩ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: চমৎকার। 
খুব সুন্দর কবিতা।
ভাষা সহজ সরল।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৬
১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।নিরন্তর শু ভকামনা আপনার জন্য ।
৩|  ১৩ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:১৭
১৩ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: হৃদয় পাষাণ হতে পারে না। নিশ্চিত এমন আকুতিতে অনুমান ঠিক ধরা দেবেই দেবে। কাব্যে ভালো লাগা।
শুভকামনা প্রিয় কবি ভাইকে।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০০
১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৪|  ১৩ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১৯
১৩ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১৯
মুক্তা নীল বলেছেন: 
সেলিম ভাই ,
অন্তরতমা এই নিখাদ ভালোবাসা ঠিকই অনুমান করতে
পারবে । সুন্দর কবিতা পড়লাম ++
  ১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০১
১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
৫|  ১৩ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫১
১৩ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: 
যে অনুমান করতে পারেন না তার কাছে ট্রেনের হুইসেল বাজালেও কাজ হবে না। 
কবিতায় কষ্টগাথা ভালোবাসা রইলো। +++  
  ১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০২
১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৬|  ১৩ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৪৫
১৩ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: কবতা আবার পড়লাম। ভালো লাগলো। আপনি সুন্দর কবিতা লিখেন।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০২
১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: আবারো অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৭|  ১৩ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:৪২
১৩ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:৪২
আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার হয়েছে প্রিয় কবি।।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৩
১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা 
সুপ্রিয় আকতার আর হোসাইন ।
৮|  ১৪ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৫৭
১৪ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: আপনি কি জানেন আপনার প্রতিটা কবিতা আমি দুই তিনবার করে পড়ি?
  ১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৪
১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় বাজীব নূর আপনার কমেন্টে ভালোলাগা । কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা বারবার ।
৯|  ১৪ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৪৭
১৪ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: sundor হয়েছে ভাইয়া
  ১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৫
১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কাজী ফাতেমা ছবি
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
১০|  ১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৪৭
১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৪৭
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
  ১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৫৭
১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫২
১৩ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: অপেক্ষার প্রহর .......... এক মানসিক চাপ !