|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হে মহান বিজয় ! তুমি এসেছিলে তাই
আমরা পেয়েছি একটি লালসবুজ পতাকা;
একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ;
আমরা পেয়েছি নাগরিক অধিকার ,
কৃতজ্ঞ চিত্তে আজও তাই  তোমারি গুণ গাই।
এ বিজয় সামান্য নয়, এ বিজয় ইতিহাসের স্বর্নালী পাতায় সোনার হরফে লেখা;
সারা পৃথিবীর বিস্ময়।
হে মহান বিজয়, তুমি লিখে দিলে
অত্যাচারি হিংস্র হায়েনার ললাটে পরাজয়  
তুমি দেখিয়ে দিলে  শুধু ঘুরে দাঁড়াতে হয়
 বাংলাদেশ ঘুরে দাঁড়াতে জানে
চলার পথে যত প্রতিবন্ধকতা আছে
অবশেষে দূর হয়ে যাবে, আমরা পৌঁছে যাবো
কাঙ্ক্ষিত ঠিকানায় ।
হে মহান বিজয় দিবস! তুমি অনুপ্রেরণা হয়ে
 শক্তি দাও আমাদের চলার পথে,
আমরা আজ অট্টালিকায়  অথবা মসনদে বসে গর্ব করে বলতে পারি
তুমি আমাদের দিয়েছো সে অধিকার
মানুষের মতো বেঁচে থাকার।
অনেক রক্ত অনেক ত্যাগের বিনিময়ে
অর্জিত এ বিজয় যেন চির সমুন্নত থাকে;
সাম্যের গান গেয়ে,  সমৃদ্ধ এক বাংলাদেশ
গড়ার আত্নপ্রত্যয়ে।
আমাদের এই বিজয় যেন ___এক জ্বলন্ত  অগ্নিশিখা বুকে;
আগুনের লেলিহান শিখা _____আমাদের পাথেয় সমুখে চলার পথে ।
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:০৫
১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।
২|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১২:২৯
১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১২:২৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাম্যের গান গেয়ে, সমৃদ্ধ এক বাংলাদেশ
গড়ার আত্নপ্রত্যয়ে।
...............................................................................
মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:০৫
১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
৩|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১:৫৭
১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভ্চ্ছো
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:০৬
১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
৪|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৩:০০
১৭ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৩:০০
আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:০৬
১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
৫|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৪০
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: শুভ সকাল কবি। 
খুব সুন্দর কবিতা।
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:০৬
১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল রাজীব নূর ।
৬|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৪৯
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৪৯
ইসিয়াক বলেছেন: মহান বিজয় দিবসের শুভ্চ্ছো রইলো সেলিম ভাই।
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৮
১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৭|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:২৩
১৭ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:২৩
সোনালী ডানার চিল বলেছেন: 
কবি, বিজয় দিবসের শুভেচ্ছা!
কবিতা ভালো হয়েছে-
  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৯
১৭ ই ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কবি আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা!
৮|  ১৭ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০০
১৭ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০০
শিখা রহমান বলেছেন: সেলিম কবিতাটা খুব ভালো লাগলো।
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:১৯
১৮ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: শিখা রহমান 
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:২৭
১৬ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আনোয়ার ভাই
বিজয় দিবসে চমৎকার
দেশ প্রেমের কাব্যে
দারুন ভাবে আপ্লুত হলাম।
আপনাকে ধন্যবাদ আর
বিজয় দিবসের শুভেচ্ছা।