নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আইনুল মাজেদীন স্যার

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

তিনি ছিলেন মণিপুর উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক
—আমার পরম শ্রদ্ধেয় গুরু।
তাঁর কাছেই জেনেছিলাম সকল রাজার রাজা শেক্সপিয়র
বলতে গেলে তাঁর কারণে গল্পের বই পড়া শুরু।
পাঠ্য পুস্তকের বাহিরে জ্ঞানদানের মাধ্যমে
আমাদের লেখপড়াকে তিনি আনন্দদায়ক ও সমৃদ্ধ করেছিলেন,
স্যার দেখতেও ছিলেন বেশ; কবিতা লিখতেন ।
জানা হয়নি কে ছিল স্যারের প্রথম কবিতা
স্যারের সব প্রশ্নের সঠিক উত্তর দিতে দিতে ব্যাচে পণ্ডিত খেতাব পেয়েছিলাম
স্যার বিরক্ত হয়েই আমাকে ও নামে ডাকতেন।
প্রথম কবিতার বইটি স্যারকে দেয়া হয়ে ওঠেনি,
মনের অজান্তে স্যারই হয়তো আমার কবিতা লেখার প্রথম প্রেরণা,
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্যার আজ বড্ড অসময়ে না ফেরার দেশে চলে গেলেন।

শত চেষ্টা করেও আর স্যারের দেখা পাওয়া যাবে না
জীবনটা এমনি ! আমরা যেখান থেকে আসি সেখানেই যাই চলে
কৃতকর্মগুলোই শুধু পরপারে সঙ্গী হয় কবরে;
ধন দওলত পরিবার পরিজন কিছুই যায়নাকো আর!
স্যার আমাদের মাঝে বেঁচে থাকবেন স্মৃতি হয়ে মরণেরও পরে ।
স্যারের কাছ থেকেই প্রথম শুনেছিলাম ‘‘ স্মৃতি তুমি বেদনার”
আমাদের জ্ঞানের আলো বিলিয়ে স্যার আজ বড্ড অসময়ে বেদনা হয়ে গেলেন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক স্মৃতিময়

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: MUBAA - Monipur Uchcha Biddalaya Alumni Association
15 hrs
- একটি শোক সংবাদ -

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বাংলার সিনিয়র শিক্ষক জনাব আইনুল মাজেদিন ঢাকার একটি হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধের কারণে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মরহুমের নামাজের জানাজা অদ্য বাদ ফজর, বাইতুন নূর জামে মসজিদ (মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মূল শাখা) এ অনুষ্ঠিত হবে। মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

ডঃ এম এ আলী বলেছেন:
শিক্ষা গুরুকে শ্রদ্ধার সহিত স্মরণ রাখতে পারা
জীবনের চরম পাওয়ার মধ্যে একটিবলে গন্য।
এই মহান শিক্ষকের প্রতিরইল শ্রদ্ধাঞ্জলী ।

আপনার প্রতি শুভেচ্ছা ।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রতি শুভেচ্ছা । সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

জাহিদ অনিক বলেছেন:

বাহ সুন্দর ++

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

শিখা রহমান বলেছেন: সেলিম প্রিয় শিক্ষকের প্রতি কাব্যে শ্রদ্ধাঞ্জলী ভালো লাগলো।

ভালো থাকুন আমাদের প্রিয় শিক্ষক-শিক্ষিকারা, যেখানেই থাকুন না কেন।

শুভকামনা প্রিয় কবি।
ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৬

সোহানী বলেছেন: ভালো থাকুক প্রিয় শিক্ষক ওপারে।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: তখন অষ্টম শ্রেণীতে ওঠে গেছি । স্যার গল্প বলা শুরু করলে অষ্টম শ্রেনীর শেষ দিকে আর নবম দশম চলল তার গল্প বলা আমরা মুগ্ধ শ্রোতা । মনে হতো ওসব বই না পড়লে জীবন অসম্পূর্ণ । আর তখন আমি এক কথায় চ্যাম্প ক্রিকেট খেলা দাবা কেরাম ফুটবল
প্রচণ্ড গতির দৌড় শুধু নিজেকেই যেন ছাড়িয়ে যেতাম বারবার । স্কুলের শেষ দিকে আমি নির্বাচিত ক্যাপ্টেইন পরে আর আমার বিপক্ষে নির্বাচনে দাড়ানোর মত কেহ ছিলনা কোথায় গেল সেইসব দিন । আমি ছিলাম শান্ত কিন্তু দূরন্ত কেমন অদ্ভুত । এখন অবাক হয়ে ভাবি কখনো স্যারদের হাতে মার খাইনি যে স্কুলে বছরের প্রথম ক্লাস শুরু হতো অপরাধী ছাত্রদের পিঠে বেত ভেঙে । প্রধান শিক্ষক সবদার আলী মানে প্রথম বারিতে বেত ভেঙে যাওয়া কি ভয়ানক!! সবসময় যে পড়প পেরেছি তাও না । গুটিকয়েকবার পারিনি আমি পর্যন্ত এসে মার বন্ধ হয়ে গেছে ব্স্মিয়কর ভাবে । ভাল দিন বোধ হয় চলেই যায় ।।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

মলাসইলমুইনা বলেছেন: সেলিম আনোয়ার,
শিক্ষককে মনে করে চমৎকার শ্রদ্ধাঞ্জলী । লেখা ভালো লাগলো খুব । ভালো থাকুন ।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ব্লগে সুস্বাগতম । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.