নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শীতকাব্যে তুমি

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

শীতের প্রকোপ বেড়ে গেছে খুব,
সাথে কফ কাশি মশার উপদ্রব;
দিয়েছে নতুন মাত্রা—
এই নিয়ে নগর জীবন— চলছে জীবনযাত্রা।
ঘর থেকে বেড় হতে লাগে যেন ভয়
প্র চণ্ড এই শীতে জমেই যাবো কী?
মনে লাগে যেন সংশয়!
তবু বাহিরে আসি— হিমেল হাওয়া ঠাণ্ডা কাশি
হলেই কী আর ঘরে বসে থাকা যায়?
জীবিকার তাড়নায়, ঘরে বসে থাকতে নাহি পাই।
বের হলেই দেখি কতো মানুষ!
জীবিকার অন্বেষণে— ছুটছে কেবল ছুটছে
পায়ে হেঁটে অথবা গাড়ীতে চড়ে
প্র চণ্ডরকম শীত উপেক্ষা করে;
ব্যস্ত নগর সকল প্রহর শীতের চাদর গায়,
তবু কেন এই অবলা মন তোমায় কাছে চায়!
মনে মনে মনকে দিই— এই প্রবোধ,
শীত শেষেই বসন্ত আসে হয়োনাকো অবুঝ।
সে কোনদিন আসবে না— তাতো না
আসবে তো সে ঠিকি,
মনের ঘোর কেটে গেলে— সকল দ্বিধা ঝেড়ে ফেলে
দিবালোকের মত প্রখর বাস্তবতায়, অপ্রগলভ প্রেমে
নেবে জড়িয়ে —রূপকথা নয় যে সোনাপাখি ,
হাড় কাঁপানো শীতে— তবু কবিতা লিখে
তাইতো তারেই রোজ ডাকি— অপেক্ষায় চেয়ে থাকি ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

চাঁদগাজী বলেছেন:


শীতে না এলেও বসন্ত যেন বেহালে বয়ে না যায়!
হায় কবি, গ্রীস্মে ছিলে হেমন্তের আশায়, হেমন্ত গেলো চলে, শীতও যায় যায়; আসিবে বসন্ত, আসিবে গ্রীস্ম পুনরায় ধরায়

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা চাঁদগাজী ।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

ফয়সাল রকি বলেছেন: ঠাণ্ডা-কাশি'র প্রকোপে আছি :(

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: শীত বেড়েছে খুব । অনেকে কফকাশিতে আক্রান্ত ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

ST COVER SONG বলেছেন: thank u

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

সেলিম আনোয়ার বলেছেন: উ ওয়েলকাম ।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: শীত উষ্ণ শুভেচ্ছা নিবেন কবি দা

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । কোথায় যে আজকাল থাকে কবিতা । :)

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস আসছে।
শীতে কাঁপতে কাপতেই আপনার কবিতা পাঠ করলাম।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কদিন ধরে শীত পড়েছে খুব বোধ ও দূরে তাই।

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:
শীত কাব্য অসাধারণ হয়েছে।

শীতকালীন রোগ যথা কাশি, অ্যাজমা, জ্বর, কোল্ড অ্যালার্জি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, পাতলা পায়খানা, চামড়ার শুষ্কভাব
এগুলি কি শীতার্তরা এভাবেই ঠেকাবেন?

শীত নিবারনের সাথে শীতকালীন রোগ ব্যধি ঠেকানোর জন্য মানুষের সচেতনতা সৃজনসহ এর প্রতিকারের জন্য
দেশের স্বাস্থ্য সেবা দানকারী সকলের যতার্থ দৃষ্টি কামনা করছি।

ধন্যবাদ সময়োপযোগী পোষ্ট দানের জন্য ।

চুয়াডাঙ্গায় নাকি ইতোমধ্যে তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াসে নেমে এসেছে।
শীতার্তদের জন্য এখনই ব্যবস্থা গ্রহন জরুরী ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.