নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

রোমিও জুলিয়েট প্রেমে

২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১১

রোমিও জুলিয়েট প্রেমে
জুলিয়েট কি জানে? ___মরেনি রোমিও !
এক বুক ভালোবাসা বুকে,
আছে সে অপেক্ষায় গভীর নিদ্রায়!
সবার চোখে দিয়ে ধূলো
হবে তার অভিসার ভালোবাসিবার ,
অন্য কোন পথ নেই আর।
বুঝেনি জুলিয়েট বুঝেছে সে মৃত্যু!
মৃত্যুর মিথ্যে সংবাদ পৌঁছে গেছে
সত্যেরও আগে, এমনি রীতি তবে এই চরাচরে।

আততায়ী হলো তাই
জুলিয়েট রোমিওহীনতায় সহমরণে..
ঘুম ভেঙে রোমিও বুঝে গেল সব
গরল করিলো পান যা ছিল অবশেষ
চারিদিকে শুধু তাই হায় হায় রব।
তাদের মৃত্যুতে মিটে গেলো বিভেদ
চির শত্রু দুইটি গোত্রের__ শান্তির পতাকা উড়িয়ে, রোমিও জুলিয়েট আজও
অপরাজিত তাই শাশ্বত প্রেমে ,
তুমি আমি দুজনার প্রেম যেন একই ফ্লেভারে
আমাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে আজ ও
সব বাঁধা অতিক্রম করে-
আসছে তাই বহুল কাঙ্ক্ষিত সেই মহেন্দ্র ক্ষণ,
দুজনার অভিসারে ভালোবাসার ধ্বজা ধরে।
শুধু বলি ভালোবাসা অব্যয় অক্ষয় এই অবণীর পরে,
ভালোবাসার জয় হোক,সতত, এমনি করে
শান্তির পতাকা উড়িয়ে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: এমনি প্রেমময় হোক ----------

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩১

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: অস্থির কবিতা।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

সেলিম আনোয়ার বলেছেন: অস্থির মন্তব্যে অশেষ কতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো কবি ভাই আপনার ভালোবাসা অমর কথন।
শুভেচ্ছা নিয়েন।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা অনেক প্রথম + প্রদান করায় । নিরন্তর শুভকামনা । আপনাদের দেশে যাওয়া হতে পারে ।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর!!!

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ সুন্দর কমেন্টে অশেষ কৃৃতজ্ঞতা ।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

শের শায়রী বলেছেন: ভালোবাসার জয় হোক সতত এমনি করে
অশান্তির পতাকা উড়িয়ে :P

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসার মত অশান্তি আর নাই তবু সবাই তারে খুজে হন্যে হয়ে
মানুষের কি কোন বু্দ্ধি নাই । অবাক হয়ে ভাবি
তবু আমার তার ষোলআনা দাবি ছাড়তে নাহি চাই ।


অশেষ কৃতজ্ঞতা শুভকামনায় ।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আততায়ী - - - - -

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কোন সন্দেহ না্ই

ও এই মরণ যে সুখের মরণ.....সৈয়দ আব্দুর হাদির সেই বিখ্যাত গান কি মনে নাই??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.