নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি রোদ আলোর ঝিলিক— দিগ্বিদিক ছড়িয়ে আছে

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

মিষ্টি রোদ আলোর ঝিলিক— দিগ্বিদিক ছড়িয়ে আছে,
হতাশার কুয়াশার আভরণ ভেদ করে,
প্রত্যাশার আলোকবর্তিকা চেয়ে দেখো তাই সবার অবয়বে
আনন্দআভা খুশির আবির মেখে দারুণ উচ্ছ্বাসে।
ওগো সোনার রোদ! করো হে লাঘব—কষ্ট সব
শীতার্ত মানুষের বুক থেকে;
সবুজ ঘাসের ডগায় বসে থাকা শিশির বিন্দু
ঝলমলে রোদ গায়ে মেখে যেন অদ্ভুত দ্যুতি ছড়ায়
কৃষকের অনুসন্ধানি চোখে— যৌবনের অনুরাগে।
প্রিয়তমা, শীত তো আর কিছু নয়—
বসন্তের আগমনি ধ্বনি; স্রষ্টার ইশারায়
যেন তারি প্রস্তুতি চলিছে—
একরাশ ফুলের বিশুদ্ধ সুবাস মেখে গায়।
হও ওগো প্রস্তুত, প্রেমের দেবদূত— অনন্ত যৌবনে
যেন এসেছে নেমে ধরায়,
আমি যেন মধু সঞ্চয়ী মৌমাছি—তোমার মৌবনে।
মৌমাছি করে গুনগুন— হিমেল হাওয়া বহে শনশন
হলুদ সরষে ফুল— দেয় দোল মায়াভরা সম্মতিতে,
তোমার আমার প্রেম— নয়তো কোন ভুল
হতে পারে একান্ত কাম্য সবার— তৃষিত পৃথিবীর,
আমরা দুজনে তাই নিবিড়— বন্ধনে
যেন বাসন্তী পুষ্পরেনু মাখা—দেখো তাই
উঠেছে ভোরে রবি নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে বুকে;
হতাশার আঁধার দূরে ঠেলে—অপ্রগলভ প্রেমে।
চেয়ে দেখো— চেয়ে দেখো, ওগো মোর অন্তরতমা!
অনন্ত প্রতীক্ষার তাই এবার— হবেগো অবসান
চারিদিকে শুনশান —নিরবতা যেন তারি আগমনি ধ্বনি শ্রবণে।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫

ইসিয়াক বলেছেন: একটু উষ্ণতার খোঁজে সবাই .....ফিরুক উষ্ণতার দিন।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর । আজ রোদ উঠেছে
আলহামদুলিল্লাহ

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। শুভসকাল ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

আলমগীর সরকার লিটন বলেছেন: উষ্ণালোর শুভেচ্ছা রইল কবি দা

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও একরাশ হিমেল শুভেচ্ছা । নিরন্তর শুভকামনা ।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




কবিতার জাদুকর,
আপনার কবিতার সাথে সাথে উষ্ণতা আর সূর্য মামা ফিরে এসেছেন। আমি আজ সকালে কিছুক্ষন রোদেই ছিলাম। ছেলেবেলার রোদ পোহানোর কথা মনে পরে গেলো “মুড়ি আর খেজুড়ের গুড় খেতাম বসে বসে। আহাঃ জীবন কতো দ্রুত চলে যায়”।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: “মুড়ি আর খেজুড়ের গুড় খেতাম বসে বসে। আহাঃ জীবন কতো দ্রুত চলে যায়”।
সত্যি সময় চলে যায় মায়াবী জিঘাংসায় ।


নিরন্তর শুভকামনা ।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: শীতের হালকা কুয়াশামাখা সোনাঝরা রোদ্দুরের মতো আমেজ পেলাম কবিতায়।

শুভকামনা প্রিয় কবি ভাইকে।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬

আসোয়াদ লোদি বলেছেন: বিন্দু বিন্দু শিশিরের মুগ্ধতা রেখে গেলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। কমেন্টে ভালোলাগা ।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

সোনালী ডানার চিল বলেছেন:
শীতের একঝিলিক মিষ্টি রোদের শুভেচ্ছা, কবি-
ভালো থাকুন সবসময়

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা, শুভকামনা ।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৪৫

আকতার আর হোসাইন বলেছেন: আপনার কবিতায় পাঠে সব সময় অন্যরকম ভালোলাগা কাজ করে।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর লেখা।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.