নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ও চিকন হাওয়া!!!

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪২

ও চিকন হাওয়া, বহিছো কেন এতো শীতলতা লয়ে বুকে
বলোনা কোন শোকে? দোয়াই তোমার করো না বিব্রত আর—
মোর প্রিয়া পাষাণী এক রয়েছে দূরে—অন্য কোন ঘরে ।
কোথায় গিয়ে করিবো প্রশমন? একটুখানি উষ্ণতা নিয়ে!
গায়ে যখন লেগেছে কাঁপন— ভীষণ রকম শীতে।
তুমি কী পারো না বুঝি প্রিয়ার গায়ে
আমার সকল শীত উজার করে ঢেলে দিতে?
যেন সে আমার প্রেমে ব্যাকুল হয়
উষ্ণতা কেড়ে নিতে!—না কোন বিকল্প নয়!
তা যদি নাই পারো বসন্ত হাওয়া হয়ে বহো
মনে তার নির্জনতা সপে দাও,
আমি ছাড়া ত্রিভূবনে তার আর কেহ নেই
আমাকে এমন আবশ্যক করে।
তবু সে হয় যদি— আকুল আমার প্রেমে
আমি যেন তার সুতীব্র শীতে প্রখর সূর্য আলো।
তবেই যদি হয়— উষ্ণতা বিনিময়
তার পরশে আমি হবো উষ্ণতরো লাভা
জীবন্ত আগ্নেয়গিরি বুকে, তার সকল শীত
করবো হরণ— প্রেমের অনলে জ্বলে।
চিকন হাওয়া বইয়ো না আর—
ভালোবাসার সম্ভাবনার সকল দ্বার রূদ্ধ করে দিয়ে
রূদ্ধ কপাট খুলো ..

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক কবিতা পাঠ করলাম ভাল লাগল কবি দা

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আমার মনে হয় না।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । শুভ সকাল ।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৮

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর কবিতা ।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৮

ফয়সাল রকি বলেছেন: সুন্দর +++

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা। প্রানবন্ত।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

আকতার আর হোসাইন বলেছেন: করবো হরণ— প্রেমের অনলে জ্বলে।
চিকন হাওয়া বইয়ো না আর—
ভালোবাসার সম্ভাবনার সকল দ্বার রূদ্ধ করে দিয়ে
রূদ্ধ কপাট খুলো .

চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.