নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কবিগণ মহেন্দ্র এক ক্ষণে— সুন্দরের প্রত্যাশায়,
অতঃপর সব কিছু ছাপিয়ে কবিতাই মূখ্য হয়ে ওঠে
— তোমাদের জৌলুসে।
সব শেষে দেখা যায় কবিরাই সমৃদ্ধ করে
আকর্ষণীয় করে তোলে ক্লান্ত পৃথিবীর অতৃপ্ত আত্না।
কবিগণ বসন্ত খুঁজে ফেরেন গ্রীষ্মের দাবদাহে প্রচণ্ড শীতে
যে কোন ঋতুতে।
অথচ অহংবোধ বুকে লয়ে অকবিগণ প্যারোডি লিখেন
কোন এক জাত কবিকে কটাক্ষ করে ।
বিদ্রোহি কবি তাই আক্ষেপ করে বলতেই পারেন
যদি পরজনম থাকে—চাইনা আর কবি হতে তাতে;
কুকুর হওয়াটাই শ্রেয়তরো কবি হওয়া থেকে,
তবু যদি শরৎ বাবুর মঠে নির্বিঘ্নে অন্ন জুটে।
তবু কবিগণ অনন্ত প্রতীক্ষায়—
যদি কোন দিন পাথরে ফুল ফোঁটে
কবিগণ লিখেন কলমের সন্তাপে;
কাগজের বুকে কেন যেন জমে থাকে ক্ষোভ ..
কবিগণ তবু প্রতীক্ষায়— সাদা কাগজ কখনো যদি বুঝে ।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: কবিরা মহান। তারা দেশের আত্মা। আত্মাকে কষ্ট দিতে নেই।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন । নিরন্তর শুভকামনা ।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেলিম ভাই
কবিতা পাঠে মুগদ্ধ আমি।
আমার ধারনা ছিলো বয়স
আর একটু বেশি হবে। যা হোক
খুশী হয়েছি আপনার সাথে সাক্ষাতে।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: আপনার সাথে কথা বলা হলো না । একেবারে শেষে যখন বাসায় ফেরার সিদ্ধান্ত নেই তখন সাক্ষাৎ হলো । প্রামানিক ভাই আমার জন্য প্রেরণা তার সতস্ফূর্ততা সত্যি মুগ্ধ করার মতো উনার বয়স ৫৯ উনি ৭১ দেখেছেন গাড়ী দূর্ঘটনার শিকার হয়েও কতটা প্রাণবন্ত। আপনাদের দুজনকে পেয়ে আমার বেশ ভালো লেগেছে ।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
শের শায়রী বলেছেন: মুগ্ধতা কবি। ভালো লাগা।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আপনি দারুন মিস করেছেন। এমন উৎসব মুখর প্রোগ্রাম অনেকদিন দেখিনি ।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩২
রূপম রিজওয়ান বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটা। মুগ্ধতা....
সালাম জানবেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য । বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামকে নিয়ে যারা প্যারোডি লিখতেন তারা অকবিই হবেন।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৪
সাইন বোর্ড বলেছেন: ভাল লিখেছেন কবিদের নিয়ে ।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কবিদের বিষয়টা অমনই । কবি রাজদরবারে যখন রাজার কাছ থেকে যা চাবেন পাবেন প্রতিশ্রতি পেলেন তিনি চাইইনে রাজার গলার ফুলের মালা। তার আর মূল্য কত? তবু সেটিই কবির কাছে সব থেকে বড় চাওয়া। কবিরা এমনই হয় ।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১১
ঠাকুরমাহমুদ বলেছেন: সাদা কাগজের নাম কখনো কেউ মনে রাখেনা।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট । দামও নেই যতটুকু দাম তা ঐ লেখবার জন্য।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২১
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার কবিতায় ++
কাল দেখা হয়ে ভালো লাগলো প্রিয় কবি।