নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আর কিছু নয় ভালোবাসার জয়

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

তুমি শুধু আমাকেই ভালোবাসো
এই কথাটি সত্যি প্রমাণ হলো --তুমি আসনি তাই,
যে যাই বলে বলুক আমিও পরোয়া করি নাই।
বলোতো হয় কি প্রেম? হাটে হাঁড়ি ভেঙে
প্রেম তো সোনাপাখি হবে-- সবার অগোচরে!
গতরাতে বৃষ্টি ছিল খুব
তোমার কথা ভেবে ভেবে
এই কথাটি করেছি অনুভব;
তুমি শুধু আমারই অন্য কারো নও
তাই আমার কথাই শুনলে শুধু
বাকিসবের এতো অনুরোধ পণ্ড হলো সব।
বসন্তেই হোক অভিসার তোমার আমার
কোকিলের কুহু গানে, ভালোবাসাই সবচেয়ে দামী
জানুক সকল প্রাণে।



মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



সে যেনোই চোখে বলে
সে নীরব দেখে চেয়ে
সে মানে না কোন বাঁধা
সে অবুঝ বোঝে না যে
ও ও ও ও প্রেম
যে বোঝে শুধু সোনালী দিন
যে প্রেম যা সকলে জানে
সেই প্রেম যেনো ছুঁতে চায়
বেদনার দিন যেনো
নীরবে জোয়ার আনে
হায় ভেংগে যায় প্রেমের বাঁধণ
কি এক জটিলতা !!!

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগবাড়িতে সুস্বাগতম । সুস্বাগতম আপনার এ দূর্দান্ত কাম ব্যাকে । ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

আকতার আর হোসাইন বলেছেন: দারুণ

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫০

জুন বলেছেন: অপুর্ব
+

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ব্লগবাড়িতে অভিনন্দন ।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২০

সাইন বোর্ড বলেছেন: বেঁচে থাকুক ভালোবাসা ।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা ।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১০

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,



তার "না আসা" নিয়ে কবিতার আক্ষেপ!
কবিতার নায়িকা যখন আসেন নি তখন এক বৃষ্টি ভেজা রাতে তার কথা ভেবে ভেবে মনে হয় কবির একথাই বলা উচিৎ --

"একদিন, তুমি আমাকে ভালোবাসবে যেমন বেসেছি আমি । একদিন, তুমি ভাববে আমার কথা যেমন করে ভেবেছি আমি । একদিন, তুমি কাঁদবে আমার জন্যে যেমন করে আমি কেঁদেছি তোমার জন্যে । জানি, একদিন তুমি চাইবে আমায়, সেদিন আমি আর চাইবোনা তোমায় । "

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার অনেক কমেন্ট একটা পূর্ণাঙ্গ পোস্টের মত ।

ব্লগবাড়িতে সুস্বাগতম আহমেদ জিএস ।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১১

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.