নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি কী তবে এখনো জানো না?

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪২

কতটুকু প্রেম জমিয়ে রেখেছি
এই বুকে জমিয়ে রাখে শিশির যেমন সবুজ ঘাস
____ একবার দেখে যেয়ো ,
শুধু একবার এ দু'চোখে চোখ রেখে
পড়ে নিও ____পড়ে পড়ে বুঝে নিও;
একটি পৃথিবী আর, তার আপন কক্ষপথ ,
অভিকর্ষ বলের লব্ধি; তবু যদি তোমার হয় এই উপলব্ধি,
এই খানে সব আছে, পাখির কাছে নদীর কাছে তুমি জেনে নিও---
জেনে নিও ফুলের সুবাসে,
রংধনুর সব রং মেঘ শেষেই বলে দেয়
বিদায় জানিয়ে দেয় ____আঁধারের ঘনঘটা,
রবির আলোকছটা কেবল সম্ভাবনারই কথা বলে।
আমি বলি ভালোবাসা___ বৃথা হতে পারে না
বৃথা হোক ___অযাচিত শোক আনন্দ লয়ে বুকে!
তুমি আমি আনন্দলোকে চল গড়ি আবাস
তুমি শুধু বলে দাও___ আমি যেন এক অনন্ত আকাশ,
কেবলই তোমার প্রেমে; বুঝিনা আর কিছুই
ক্ষণিকের জীবনে___ তাইতো লিখে যাই কবিতা,
তুমি কী তবে এখনো জানো না?
তবে কাছে এসে একবার জেনে যাও
এই দু'চোখে চোখ রেখে বুঝে যাও !
এই ওষ্ঠ বলে দেবে সব
সুতীব্র চুম্বনে, ভালোবাসার অনুরণনে।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৭

আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার। কবিতা আকি ভীষণ ভালোবাসি যদিও কম পড়ি, অর্থ কম বুঝি।
আপনার কবিতা পড়ে সব সময় ভালো লাগে, আরাম পাই যেনো।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সাধারন লিখেন আপনি কবি । সব সময়ের মত ভালো লাগা কবিটায় ।+++++

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অসাধারন লিখেন আপনি কবি । সব সময়ের মত ভালো লাগা কবিটায় ।+++++
দু:খিত অ- টা বাদ পরে গেছিল ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর আবেগময় ভালোবাসার কবিতা সেলিম ভাই।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগবাড়িতে সুস্বাগতম । কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর কবিতা;
শুভকামনা কবি!

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

সাধু সাধু! অসাধারণ!

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক কবি দা

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত কবিতা।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: উপমা ও শব্দ চয়ন দারুণ হয়েছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯

নীল আকাশ বলেছেন: প্রেমময় জীবনে প্রেম ছাড়া কি আর কিছু আছে?
রোমান্টিক কবিতা।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.