নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ব্লগ পুনর্মিলনীর সফল আয়োজনে অশেষ কৃতজ্ঞতা

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২



ব্লগার কৌশিক যার পোস্ট ২৫০০+ । তার সঙ্গে দেখা অনেক দিন পর। এই প্রথম দেখা পেলাম রম্যরাজ গিয়াস উদ্দিন লিটন ভাইয়ের। অনুষ্ঠানের শেষে দেখা পেলাম নূর মোহাম্মদ নূরু ভাইকে । তাকে দেখেই অন্য রকম শ্রদ্ধাবোধ জেগে ওঠলো মনে। বহুদিন পর দেখলাম সুপ্রিয় আরজু পনি আপুকে। একবারে উদগ্রীব হয়ে ব্লগারদের সঙ্গে সেলফি তোলায় মগ্ন । দুঃসময়ের ব্লগার মুনিরা আপু নুরুন্নাহার লিলিয়ান তাঁরাও উপস্থিত।

সম্মানিত মডারেটর জাদিদ বেশ ক্লান্ত শ্রান্ত কতটা ধকল তার উপর দিয়ে গেছে দেখলেই যে কেউ বুঝতে পারবে । আর বিশিষ্ট সাধক নীল সাধু তিনিও উপস্থিত । সঞ্চালকের অনুপস্থিতি তিনি পূরণ করছিলেন। সাবরিনা সিরাজি তিতির আপু এসেছিলেন । ছড়ারাজ প্রামানিক, হামিদ আহসান সহ আনন্দ মুখর পরিবেশে উপস্থিত থেকেছেন অনেক ব্লগার। যেন মুক্তির আনন্দ সবার চোখে মুখে । তবে প্রধান আলোচকও খুঁজে পাছ্ছিলেন না পর্ণ সাইট অপবাদ দিয়ে ব্লগ নিষিদ্ধ করার আসল কারণ। আলোচনায় বিষয়টি স্পষ্ট । আসলে এমনটাই হওয়ার কথা । কারণ সামহুয়ার ইন ব্লগের তো কোন দোষ নেই । তাই অভ্র বিজয় নাস্তিকতা অশ্লীলতা প্রভৃতি আলোচনায় ঘুরপাক খেল প্রধান আলোচকদের বক্তব্য । সিনিয়র ব্লগার কৌশিক অবশ্য বললেন রিয়েলিটি ভারচুয়ালিটি সঙ্গে সঙ্গে ভারচুরিয়েলিটির বিষয়টি ।

আমাদের জীবনে কিছু অংশ অমন হয়ে যায়। রং ডে বসন্তী মুভির মতো । অবিশ্বাসি বিশ্বাসি নিয়ে আমার বলার কিছু নেই । যারা অবিশ্বাসি তারা যুক্তির আশ্রয় নিয়ে সদা প্রমানে ব্যস্ত যে স্রষ্টা নেই । তাই সঙ্গত কারণে স্রষ্টা প্রদত্ত অনুশাসন তারা মানবেন না। তাদের বেশির ভাগ সময় কাটে স্রষ্টার থাকা না থাকা বিষয় নিয়ে । আর যারা বিশ্বাসি তারা ব্যস্ত থাকে স্রষ্টার আনুগত্য লাভ ও অন্যান্য বিষয় নিয়ে । স্রষ্টাও সৃষ্টির জন্য বিষয়টি সহজ করে দেবার জন্য লক্ষাধিক সত্যবাদী নবী রাসুল দিয়ে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ আছেন ওটা স্বীকার করে কাজে মনোনিবেশ করো । জীবনটাতো খুব ছোট । তবে বিশ্বাস বিষয়টিও অনেক বড়ো । ফলে রসুল সঃ এর নবুয়ত জীবনের তেইশ বছরের মধ্যে তেরো বছর শুধু ঈমানের উপর পরিশ্রম করেছেন বাকি দশবছর আমলের হুকুম এসেছে । ব্লগারগণ নাস্তিক নন যেভাবে বাংলাদেশের সবাই নাস্তিক নন ঠিক সে ভাবে । আর বিষয়টি চাপিয়ে দেয়ারও কিছু নয়। আমি একজন আস্তিক । কোন ব্লগকে ব্যক্তিগত ভাবে এটাক করা হয়েছে বিষয়টি আমারও অপছন্দের । তবে সামহুয়ার ইন ব্লগ রাজারকার মুক্ত বাংলাদেশ প্রত্যাশা করে এটা দেশপ্রেমের ইঙ্গিত বহন করে । মহান একাত্তরে এদেশের মানুষের উপর মা বোনের উপর যে বর্বোরচিত আক্রমন সেটি স্মরণ রাখা দরকার। অনেক পটেশিয়াল ব্লগার আছে । মোস্তফা জাব্বার স্যার মন্ত্রী হবেন বিষয়টি অনেকেই বুঝে নি ভবিষ্যতে যে আরও কেউ হবে না সেটিও বলা মুশকিল । আর ব্লগার মানেই সৃজনশীল মানুষ । ডায়াসে যারা বক্তব্য দিয়েছেন তাদের মানের অনেক বক্তা ডায়াসের নিচেও দাঁড়িয়ে থাকাটা খুব স্বাভাবিক । ব্লগার শিপু ভাই ঘুড্ডির পাইলট, চেয়ারম্যান ০০৭ , মাগুর রুবাইয়াত, আবু শাকিল, আবু শিথি, শিমুল আহমেদ, শিমুল, তুষার কাব্য হাবিব স্যার প্রমুখ বিখ্যাত ব্লগার অনুষ্ঠানটির জৌলুস বাড়িয়ে ছিলেন অনেক খানি । ব্লগার ঠাকুর মাহমুদ, নিম চাদ, কান্ডারী অথর্ব , শের শায়েরী, খায়রুল আহসান থাকবেন না আগেই জানা গেছে ।জানা যায় নি জানা থাকবেন না থাকবেন না আহমেদ জিএস । চাঁদ গাজী ছিলেন না ব্লগার ইসমাইল ভাইকেও দেখলাম না । তবে অমিত সম্ভাবনা নিয়ে নতুন ব্লগার কাওসার চৌধুরি ছিলেন, স্বপ্নবাজ সৌরভ ছিলেন , ছিলেন নীল আকাশ । প্রিয় কবি রিজওয়ান তানিম এবারে আসরে কবিতা আবৃত্তি করেননি বেশ শক্তিশালী বক্তব্য দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন । কবি ৎৎৎ তার জাদুর বাঁশি আর আবৃত্তি নিয়ে হাজির হয়েছিলেন । সবাই প্রাণভরে তার বাঁশির সুর উপভোগ করেছেন । ব্লগারদের সাস্কৃতিক আয়োজন বলতে এখনো কবি কবিতা এইসব । আরজু পনি আপুর পাশে থাকার চেষ্টা করেছি তার অনুভূতি আবেগ বুঝার চেষ্টা করেছি । কাল্পনিক ভালবাসা তার শতভাগ দিয়ে প্রোগ্রাম সফল করার চেষ্টা করেছেন । অবাক হয়ে খেয়াল করেছি আমার অনুপস্থিতিতে অনেকে আমাকেও খুঁজেন এখন। তাদের মনে কষ্ট দিতে চাইনি । আমার জীবনে ব্লগারদের ঋণ কখনো ভুলবো না । ব্লগারগণ শীতবস্ত্র বিতরণ, বণ্যার্তদের ত্রাণ বিতরণ, পথশিশুদের অন্ন শিক্ষা চিকিৎসা, এক টাকার খাবার , রক্তদান কর্মসূচি সহ নানাবিধ জনকল্যাণ মূলক কাজে দারুন ভূমিকা পালন করেন। পাশাপাশি সাহিত্য চর্চা তথা গল্প কবিতাচর্চা, রাজনৈতিক সচেতনতা তৈরি, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ব্লগ সত্য চর্চার জায়গা । ব্লগ মুক্তমনাদের বিচরণ ক্ষেত্র । ব্লগ আধুনিক চিন্তা ধারাকে ধারণ করে। ব্লগ দেশপ্রেমে উদ্বুদ্ধ করে । আমরা ব্লগার । আরজু পনি ব্লগার কবি সায়েম মুনের কথা জিজ্ঞাসা করেছিলেন । তার মাধ্যমে আমার এ ব্লগের সন্ধান লাভ। বাসায় ফেরার পথে দেখি কবি সায়েম মুন ব্যাডমিন্টন খেলছেন প্রচণ্ড শীত উপেক্ষা করে । সবশেষে একটি কবিতা হোক মাত্র কমিনিটে লেখা


আগমনি

---------------------------------------------
সেই তো এলে— অন্তরতমা;
চালিকা শক্তি, ওগো মেঘবালিকা, জানিগো প্রেমে নেই মুক্তি,
সে তো এক অমোঘ শক্তিধর যেন চিরো অপরাজিত এক বীর!
প্রেমের মায়াজালে নেই মুক্তি কোন মানব-মানবীর।
কতো জল গড়িয়ে গেলো!
মাঝপথে ব্যর্থমনোরথে, — এ যেন তারি প্রতিদান
হয়তো প্রেমের অভিধান— এভাবেই হয় লেখা।
অতঃপর একদিন দেখা হয়, কথা হয় ঘুচে যায় বাঁধা
মিথ্যের শহর মুখ থুবড়ে পড়ে দূরে,
ভালোবাসাবাসি হয়— কাছে আসাআসি হয় ।
তুমি যেন অমোঘ নিয়তি স্রষ্টার অশেষ কৃপায়
তাইতো দু’জনার স্বপ্ন আজ মুখোমুখি দাঁড়িয়ে বাস্তবতায়।
এভাবে একদিন হৃদয়ের সব ক্ষত মুছে যায়
মুগ্ধ দু’জনে অপলক তাকিয়ে থেকে
নির্বাক কথা এভাবেই হয়তো হয় বিনিময়,
এ যেন ললাটের লিখন; বসন্তের আগমনি গানে
ফুটে যেমন ফুল, তেমনি তোমাতে-আমাতে প্রেম নহে কোন ভুল।
এরি মাঝে দু’জনে মিলে হলো কতো সৃষ্টি।
প্র খর রৌদ্রে যেন তা সুশীতল বৃষ্টি; এভাবেই কী হতে হয়?
ওগো মোর স্বপ্নোত্থিতা,
দু’জনার স্বপ্ন এভাবে যেন মিলেমিশে একাকার হয়ে রয়।
-
--------------------------------------------------


আগমন না হোক । যে প্রাণোচ্ছল পরিবেশে ব্লগ ডে অনুষ্ঠান হলো তার রেশ থাকবে অনেক দিন । আনন্দময় জীবন হোক সবার। মান সম্মত ব্লগিং হোক । জয়তু ব্লগ ডে ।

মন্তব্য ৫২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২

নিয়াজ সুমন বলেছেন: পড়া কপাল, ঢাকার বাহিরে হলে এমনি হয়!!! অনেক কিছু অর্পূণতা থেকে যায়। যাই হোক সবার জন্য শুভ কামনা।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন । অনেকে দূর থেকেও আসেন ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জয়তু ব্লগ, ব্লগ ডে, ব্লগার!

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬

সেলিম আনোয়ার বলেছেন: জয়তু ব্লগ, ব্লগ ডে, ব্লগার!

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

নীল আকাশ বলেছেন: এইবারের ব্লগ ডে সবচেয়ে সেরা হয়েছে। যারা এইবারের অনুষ্ঠান মিস করেছেন তারা জানতেই পারবেন না কতটা হইচই করে আমরা অনুষ্ঠানটায় মজা করেছি।
আমার মতো অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছিলেন শুধুমাত্র সবার সাথে পরিচিত হবার জন্য।
সবাইকে আন্তরিক ধন্যবাদ এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করার জন্য।
শুভ কামনা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

সেলিম আনোয়ার বলেছেন: হা হা । আমার মনে হয় গত বারের টা । তখন সম্মানিত মডারেটরকে দেখে বুঝা গেছে কতটা বিব্রত তিনি । তবে সবার চেহারায় একি অভিব্যক্তি উ ই শ্যাল অভারকাম সাম ডে । জয় না নিয়ে বাসায় ফিরবো না ।

তবে এবার সবাই বিজয়ের আনন্দ নিয়ে হাজির হয়েছে ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

আন্ধার রাত বলেছেন: ব্লগে খুবই কম আসা হয়, তাই তো কোন কিছুই জানতে পারিনা। সেই আগের দিনের মত ব্লগে না এলে কিছু একটা অপূর্ণতা থেকে যেত, সেই আমেজটা আর পাই না এখন কেন যে! তবু্ও মাঝে মাঝে মনে পড়লে ঢুঁ মারি।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: পাবেন পাবেন । তবে আগেরটা পাবেন কিনা জানি না ।তার চেয়ে ভালটা পাবেন । আমরা দিনে দিনে অভিজ্ঞতর হয়ে ওঠছি ।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




ব্লগার বা ব্লগ পুনর্মিলনীর সুন্দর ধারাভাষ্য দিয়েছেন।

আপনার গদ্য লেখার হাতও যে পোক্ত তা ধারাভাষ্যের কাঠামোতেই বোঝা যাচ্ছে। কবিতার পাশাপাশি গদ্যেও আপনি ভালো করবেন, নিশ্চিত।

আসছে নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা সবাইকে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্ট আমার গদ্য লেখার প্রেরণা হয়ে থাকলো ।

নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগের অনুষ্ঠান নিয়ে নিজের অনুভবতা প্রকাশ করেছেন, ভালো হলো। লেখাটা কিছুটা অগোছালো, অকারণ আস্তিকতা, নাস্তিকতাকে টেনেছেন। কিছু ব্লগার এক বিকেলে একত্রিত হয়ে ভালো সময় কাটিয়েছেন, এটাই ভালো অনুভবতা।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনি ব্লগে লেখার আগে গদ্য টদ্য লিখতাম। অনেকদিন পর লেখাতে এলোমেলো হলো । প্রোগ্রামে প্রধান আলোচকদের আলোচনায় নাস্তিকতা বিষয়টা এসেছে । আর আমি বিশ্বাসিদের একজন বলতে চেয়েছি ।

কিছু ব্লগার বলাটা ঠিক হবে না । মূল চালিকা শক্তি ঘুরে ফিরে তারাই । সবার বিষয় উল্লেখ করা হয়নি ।

যেমন অগ্নি সারথি যিনি গতবারের মূল উদ্যোক্তার ভূমিকায় তাকে দেখেছি ।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও প্রথম দেখলাম। খুব ভাল লাগল। মনেই হয়নি যে এই প্রথম দেখা।
শুভ কামনা জানবেন সেলিম ভাই।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আমারো ব্লগে অনেকে আমার অনেক দিনের চেনা । ব্লগ এমন বিষয়টা বাস্তব করে দিয়েছে । দেখলে মনে হয় যুগ যুগ ধরে চেনা ।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার সঙ্গে দেখা হলো না । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: ব্লগাররা মিলে এই শীতে একটা বনভোজনের আয়োজন করা যায় না?

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: যায়। যাবে না কেন? দারুন আ্ইডিয়া । দেখা যাক কি হয়।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৫

জুন বলেছেন: আপনার সাবলীল বর্ননায় ব্লগ দিবসে অংশগ্রহণকারী প্রিয় ব্লগারদের যেন স্বচক্ষে দেখলাম সেলিম আনোয়ারব। অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ জুনাপি । আপনি থাকলে আরো ভালো হতো । আপনার গান শুনে বিনোদিত হতাম ।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৭

জোবাইর বলেছেন: নিজে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠানের সফলতা জেনে খুশি হলাম। এ ধরনের অনুষ্ঠান ব্লগারদের পারষ্পরিক বন্ধনকে আরো শক্ত করবে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৬

শের শায়রী বলেছেন: প্রিয় কবি, সব সময় তোমার কবিতা পড়ছি, বিশ্বাস কর গদ্যেও যে তোমার হাত সমান চলে বিশ্বাসই করতাম না, না দেখলে। গদ্যে পদ্যে লেখাটা জীবন্ত করে আমাদের ব্লগডের আফসুস বাড়ালা মাত্র!

এমনি কোন এক অস্তমিত সূর্যের মেহগ্নি সোনালী আলোয়
আমরা আবারো হয়ত এক্ত্র হব।

এটুকুই কামনা।।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার সঙ্গে প্লেনেই দেখা হবে মনে হয় । =p~

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৭

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, দারুণ লিখেছেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা । বাস্তবতা দারুন তরো উপভোগ্য তাই । :)

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: অনেক মিস করলাম। কি দারুণভাবেই না অনুষ্ঠানটি হয়েছে

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আবার জিগায় । !:#P

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৪

শের শায়রী বলেছেন: কবি চেয়ারে উপবিষ্টদের পরিচয় কি? এরা কারা?

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: এদের ধরিয়ে দিতে হবে । মুনিরা আপু আর অন্য আপু বাদে সবাইকে । অবশ্য আবু শিথী ভাইকে নয় । সোনালি বান্দর দারুন মুডে পুরো প্রোগ্রাম জুড়েই ।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৫

ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগ দিবসের বিবরণ সাথে কবিতা হয়েছে সুন্দর ।
ব্লগ ডে তে সকলের সাথে আনন্দ মুখর কিছু সময়
কাটিয়েছেন শুনে ভাল লাগল।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ডঃ এম এ আলী । পরবর্তী ব্লগ ডে টে দাওয়াত থাকলো ।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অসাধারণ একটি কবিতা দিয়ে ব্লগ ডে'র চমৎকার বর্ণনা শেষ করেছেন।

আপনার ধারাবিবরণীতে সংক্ষেপে অনেক বিষয় তুলে এনেছেন।

ব্লগার এবং স্বদেশপ্রেশী সৃজনশীল লেখকদের এই ফোরাম টিকে থাকুক আজীবন। আপনাকে অনেক ধন্যবাদ, কবি!

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: মাঈনউদ্দিন মইনুল আপনার সঙ্গে সাক্ষাৎ হলো না । কবে যে হয় । সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ ।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: এবারের মিলনমেলা সত্যি অসাধারণ ছিল, আপনার সাথে গতবারই পরিচয় হয়েছিল পুনরায় আবার দেখা হয়ে ভাল লাগলো, আশাকরি প্রতি বছরই এমন আনন্দ আয়োজন অব্যাহত থাকবে, ভালবাসা অবিরাম।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

সেলিম আনোয়ার বলেছেন: এমন আনন্দ আয়োজন প্রতিবার সফল হোক । নিরন্তর শুভকামনা ।

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এভাবে প্রতিবছর হোক ব্লগ মিলনমেলা।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভালোলাগা ।

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রতিবছরই হোক এমন আনন্দমেলা। আপনার ছবি পোস্ট করেছি দেখেছেন তো । আপনিই আমারে দেখলেন না হাহাহাহাহ

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার সঙ্গে দেখা হলো না । আবার একবছর লম্বা সময় । তবু বলি আল্লাহ তায়ালা তওফিক দান করুক ।

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেলিম ভাই আপনার সাথে পরিচিত হয়ে
দারুন ভাবে আপ্লুত হয়েছিলাম। আমার
ধারণা ছিলো আপনি তরুন বয়সটা অনেক
আগে পার করেছেন, কিন্তু বাস্তবে তারুণ্যটাকে
আটসাট করে ধরে রেখেছেন। ধন্যবাদ আপনাকে।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার সঙ্গে সাক্ষাতে দারুন ভাল লাগলো । আসলে মন ভালো হয়ে গেছে কয়েকজনের উপস্থিতিতে ।

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

নুরহোসেন নুর বলেছেন: আফসোস অনেক জ্ঞানী গুনীজনের দর্শন থেকে বঞ্চিত হলাম!

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: পরবর্তী প্রোগ্রামে দেখা হোক কথা হোক সে কামনা থাকলো ।

২৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৬

ভুয়া মফিজ বলেছেন: কবিতা ছাড়াও মাঝেমধ্যে এমন লেখা দিলেও তো পারেন, আমাদের মতো আম-আদমীরা তাহলে একটু পড়তে পারি! ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: লেখাতো এলোমেলো আগোছালো চেয়ারম্যান ০০৭ বলেছেন । নির্বাচনে তার পরাজয় নিশ্চিৎ ।

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৮

সোহানী বলেছেন: প্রবাসীরা অনেক আনন্দ থেকেই বঞ্চিত :(

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আমরাও আপনাদের না পেয়ে বঞ্চিত । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় সোহানী আপু ।

২৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৬

আমি তুমি আমরা বলেছেন: ব্লগ, ব্লগার আর ব্লগডে নিয়ে আপনার ভাবনাগুলো ভাল লাগল সেলিম আনোয়ার ভাই।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগ দিবসের স্মৃতিচারণ ও কবিতা অনেক সুন্দর হয়েছে। যতই ব্লগ দিবসের পোস্ট দেখে যাচ্ছি আফসোস বেড়েই যাচ্ছে। এমন মিলন মেলায় উপস্থিত হওয়ার ভাষণা যেনো সেই শুরু থেকেই। কিন্তু হয়ে ওঠেনা। হয়তো আগামী কোন বার। সবাইকে নতুন বছরের আগমনী শুভেচ্ছা।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও নতুন বছরের আগমনী শুভেচ্ছা। এটা তো থার্টি ফার্সট নাইট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.