নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বিদায় দুঃখ সব, বিদায়— না পাওয়া,
বিদায় বর্ষ, সূর্যাস্ত—বিদায় উদাসী হাওয়া।
বিদায় অযাচিত যা আছে, আমাদের দু’জনার মাঝে— কষ্ট অনুভব,
চিরোবিদায় হে, অহেতুক বিড়ম্বনা সব।
বিদায় অতীত, সুপ্রিয় স্মৃতির অ্যালবামে
সুরক্ষিত রাখা সব বঞ্চনা —পণ করেছি পেছনে ফিরে আর তাকাবো না
—দূরে থাকো, যদি হও মিথ্যে সাধনা..
বিদায় অপসংস্কৃতি ঘুণে ধরা জড়াজীর্ণ এক পৃথিবী
বিদায়, দূর হতাশার পারাবার — পেছনে ফিরে তাকাবো না আর।
জীবনটা এমনই ফুরোবার, সমুখে ছুটে চলাই মূলমন্ত্র যার
যেখানে তুমি—আমি যেন পাখির দুইটি ডানা।
না না দুঃখ পুষবো না, আর মনে— উদাসীর বাতায়নে, ক্রন্দনসীর অচলায়তনে।
উৎসব! উৎসব! যেন চারিদিক মুখরিত সব পাখির কলরব,
অবাক বসন্তগানে।— আমাদের আনন্দ ছটা ভেসে যায়
শেষ বিকেলের হওয়ায় মিশে মিশে পাখির কলতানে— কুয়াশার চাদর গায়,
পুরোণো বছর চলে যায়— সান্ধ্য প্রদীপ জ্বেলে, উল্লাস মুখর আমরা সবাই তাই,
— হাসি আর গানে।
বিদায়! বিদায়! অযাচিত বঞ্চনা সব, আমরা উঠেছি মেতে
নৃত্যের আলীঙ্গনে, বিদায় দুঃখরা! যাও দূরে সরে যাও—
এসোনাকো আর ফিরে— এই আনন্দনদীর তীরে; সুখপাখির নীড়ে ।
বিদায় ওগো দুঃখ জাগানিয়া বিদায়—
শুভবার্তা নিয়ে আসিবে নববর্ষ, তোমারে জানাই বিদায় ।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪১
সাইন বোর্ড বলেছেন: সতত শুভ কামনা সবার জন্য...
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: একদিন পৃথিবী আমাদের বিদায় জানাবে। সেই দিন খুব দূরে নয়।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। তবে ইংরেজি নববর্ষ বরন আমি সমর্থন করি না। বর্ষ বরন বলতে কেবল বৈশাখে মজি!
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আমরা এখনো ইংরেজী ক্যালেন্ডার ফলো করি অফিসে আদালতে সবখানে। তবে বাংলা নববর্ষের মতো উদযাপন করা হয়ে ওঠে না ।
৬| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৩
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: হাজারও লাল গোলাপের শুভ নববর্ষ শুভেচ্ছা রইল