নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আরিত্রিকা, তুমি ভালো আছোতো?
নাকি কড়া ডোজের স্লিপারের তীব্রতায়
গভীর নিদ্রায় নিথর দেহ হয়ে
পড়ে আছো অচল শয্যায় ?
আরিত্রিকা, তুমি কী ভুলে গেছো সব?
আমার অপ্রগলভ প্রেমে কতটা জীবন্ত প্রাণবন্ত
হয়ে উঠেছিলে তুমি অপসরা রূপে
আরিত্রিকা, তোমার কী মনে নেই ?
তোমার থেকে পুষ্টি নিয়ে আমার দিনে দিনে পরিপুষ্টি লাভের ইতিহাস,
তোমাতে আনন্দলোকে যেন উছলিয়া ওঠে মম প্রাণ।
তুমি তো জানো— কি আমার গোপন রোগ; রক্তের টগবগে ঘোড়াটা,
আমি শুধু জানি কিভাবে হয় তার উপশম
তুমি দূরে তাই— আবহাওয়া অফিসের এমন পূর্বাভাস
তিন তিনটা শৈত্যপ্রবাহে অচল প্রায় হবে ব্যস্ত নগর,
তুমি কাছে নেই তাই। শুধু জানি এ রোগের নিরাময়
তুমি যদি কাছে এসে ভালোবেসে বলো ‘‘ভালোবাসি শুধু তোমায়’’
বলে ছূঁয়ে যাও অনন্ত প্রেমে যেভাবে কপোত কপোতি.
ওগো প্রিয়তমা বুঝে নাও সব ।
আরিত্রিকা, ফিরে এসো— অনন্ত গভীর নিদ্রা থেকে জেগে নেশাতুর চোখে
চেয়ে দেখো এক পৃথিবী জুড়ে— কেবলই তুমি আছো
আরিত্রিকা তুমি যেন এক —অদ্ভুত মায়ার ঘোর
শরাবের নেশা যেন ফিকে হয়ে যায় তোমার মাদকতায়।
আমি কেমন জেগে ওঠি প্রেমের অন্বেষণে যেন মৌমাছি!
আরিত্রিকা, জেগে ওঠো গভীর ঘুম থেকে
ওগো ফিরে এসো আবার— আগের ঠিকানায়..
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
২| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: চমৎকার।
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: জেগে ওঠো গভীর ঘুম থেকে
সেলিম আনোয়ার ভাই এর কবিতা হয়ে
আরিত্রিকা, ফিরে এসো শুন্য কুটিরে
জ্যোৎস্না আলোয় আলোকিত হয়ে..
দারুণ রচিলে ভাই
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১২
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৫| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
অরিত্রিকায় আকুলতা সম্ভাব্য নবকাব্য বিলাস অসাধারণ সেলিম ভাই।
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৬| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১১
নেওয়াজ আলি বলেছেন: অনুপম ভাবনা
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৭| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিরাই পারে এমন করে ভাবতে।
ধন্যবাদ সেলিম ভাই। শুভেচ্ছা জানবেন।
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৮| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১:০২
আকতার আর হোসাইন বলেছেন: দারুণ। আপনার কি কোন কবিতার বই প্রকাশ হচ্ছে এবার বইমেলায়?
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৯| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭
মোঃমোজাম হক বলেছেন: কবিতায় অভিভূত হলাম
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩
এম এ হানিফ বলেছেন: মনের ওপারে মন- মেঘের ওপারে মেঘ- আড়ালের ওপারে আড়াল।
আর কত আড়াল হয়ে রইবে আরিত্রিকা? ফিরে এসো------ফিরে এসো।
প্রেমে পড়ে গেলাম কবির। সুন্দর কবিতার ভাষায় বিমহিত হল মন।