নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আকাশলীনা এই সব শীত সমগ্র

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৩৯


আকাশলীনা, এমন শীতের রাতে
একাই ঘুমিয়ে তবে পড়লে কি না ,
আমার মতো, শীত আর আঁধারের সাথে
সহবাসে কাটবে রাত __ভাবতেই কেমন লাগে!
কম্বল টাই সম্বল এখন প্রেমের তৃষ্ণা যতই লাগে!
পাবো কী আর এখন তোমায় কাছে?
ভেবে ভেবে অবাক হই তোমার কাছে
ছলনা ছাড়া কী আছে? তবু আশায় বাঁধি বুক
ধরে নিই তুমি হয়তো ভীষণ লাজুক,
মুখোমুখি দাঁড়াবার হয়তো নেই সাহস
ভীরু বুকে দুরু দুরু তবু ভাবি একদিন তা যাবেই কেটে !
অপ্রগলভ প্রেমের কাছে বাঁধ ভাঙার
শক্তি আছে, এই নাও রাতের নিকষ আঁধার!
পৌষের ভীষণ শীত আর নির্জনতা সঙ্গী করে
রেশমী চাদরে সোনার অঙ্গ ঢেকে রেখো;
যেন এক জোড়া কবুতর রেশম কোমল..
আকাশলীনা, কখনো ভেবেছো কী না?
এমন শীতের রাতে তুমি আমি একি সাথে
পরম আদরে ভালোবাসার আদান প্রদান
চাঁদনী রাতে জোছনা মাখা সুখপ্রপাত
— রংতুলিতে যেন আঁকা,
কল্পলোকের গল্পকথায় সাজিয়ে বাসর
লাগিয়ে দোসর, আহা কতই না মধুর হতো!
আকাশলীনা, চলো তবে এখন না হয় ঘুমিয়ে পড়ি
একই স্বপ্ন বুকে রেখে দু'চোখ জুড়ে স্বপ্ন নামুক,
দুটি মনে অবুঝ প্রেম ভালোবাসার বাবুই পাখির বাসা বাঁধুক ।


মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫৩

আকতার আর হোসাইন বলেছেন: আহ! মনটা জুড়িয়ে গেলো কবিতাখানি পড়ে।।।।

১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

২| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪৮

বাহাউদ্দিন আবির বলেছেন: ভালো লেগেছে পড়ে

১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৩| ১২ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:১৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার! +

১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৪| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৫| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

শিখা রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি। শীতার্ত ভালোবাসা খুঁজে পাক উষ্ণতা।

শুভকামনা নিরন্তর।

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০১

নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.