নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ঐ আঁকা চোখে চেয়ে চেয়ে হারিয়েছি পথ দোষ কী আমার বলো?
ঐ চোখ যেন —এক মায়াভরা দ্বীপ;
নৈস্বর্গের ঐশ্বর্য ঘেরা বিধাতার নিজহাতে গড়া আমার প্রাণ প্রদীপ।
তাতে দোষ কী বলো আমার ? তুমি তুমি বলে কখন যে তুমি আমার—
সেই তুমি হলে! ফাগুন হাওয়ায় হাওয়ায় প্রেমের সুরভি দু’চোখে মেখে দিলে
ভুলে গেছি তার সব। শুধু জানি বাকি সব তুচ্ছ করে তুমি আমার একান্ত অনুভব।
সব বাঁধা ভুলে অপার মুগ্ধতায় তাইতো অবাক চেয়ে থাকি কবে আসবে তুমি?
এই তৃষিত দু’চোখ শুধু খুঁজে তোমায়— তুমি কো থা য়, তুমি কো থা য় বলে।
হায়! অবলা এই প্রাণটা পাগল প্রায়!— ভাসি দু’নয়ন জলে।
সোনার মেয়ে, কোন সাগরের তীরে কার উপকূলে— আজ তোমার পদছাপ?
বলোগো কোন উপকূলে? আমায় অবেহেলে, তুমিতো জানো সাগরের শেষ আছে
এইখানে যে সাগর— তার নেই কোন শেষ; তুমি স্নান করবে বলে ভালোবাসা জলে।
তুমি চাও যদি —হতে পারে এক অশ্রুনদী তুমি চাইলে খুশির ঝর্ণাধারা প্রসন্ন পৃথিবী,
তুমি চাইলে অশ্রজল দুকূল উপচে উঠে— তুমি চেয়েছো বলেই হয়েছি আমি কবি ।
তুমি কি চাও বলো আমি হবো তাই
তুমি আমার হলে তাতে চেষ্টার ত্রুটি নাই
তোমার আমার ভালবাসা সোনার চেয়ে দামী
ঐ চোখে চেয়ে চেয়ে হারিয়েছি পথ — জানে অন্তর্যামী ।
ছবি: সুপ্রিয় শায়মা হক
১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
২| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
দশে আট দিলাম।
১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: আমি কৃতজ্ঞ লেটার মার্ক পেয়ে । ধন্যবাদ ।
৩| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।
১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা ইসিয়াক ভাই ।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২০
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
৫| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪২
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
কবিতায় যে আর্তি ঝরে পড়েছে তাতে অনেক আগে আমার প্রথমদিকের একটি লেখার কথাই কেন যে মনে পড়লো!!!!!!!!
নিরুদ্দিষ্ট একটি লেখা …
দেখে নেবেন, কারো চোখে চেয়ে চেয়ে হারিয়ে যাওয়ার পথটি সেখানে মিশে গেছে কিনা!
১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় আহমেদ জী এস
আমি হয়তো আপনার অমন বয়সে ও অবস্থা থেকে লিখেছি আগে পড়ে নিই । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০১
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময়------------