নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হায়! প্রেমহীন পৃথিবীটা দারুন স্বার্থপর প্রিয়ংবদা, কোথায় হারালে?

১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৭



হায়! প্রেমহীন পৃথিবীটা দারুন স্বার্থপর

হে প্রিয়তমা শুনো,
জায়গা আছে তো এই বুকের জমিনে,
সামনে রেখে দেয়া ঐ শূণ্য আসনে,
তুমি চাইলেই বসতে পারো ঐখানে।
তবু কেন ফিরে যাও?
যে চলে গেছে দ্বাররুদ্ধ করে,
ঈর্ষাকাতর হয়ে— কাজের বাহানায়
তারে ভেবে ভেবে কোন লাভ নাই।
সে তো পাবে না —সতত চেষ্টাতে,
তবে তুমি পাবে, তুমি পেতে পারো—
ব্যথাভরা এ বুক— অপ্রগলভ প্রেমে।
অবলা এই মন বলেছে আমার নেই দোষ
জায়গা আছে তো—সেও এক সমুদ্র.
প্রেমিকাদের এর চেয়ে বেশি লাগে না
জেনে রেখো, প্রতারণা কখনো প্রেম নয়
প্রহসনে মরেনা প্রেম প্রেমতো বেঁচে রয় ।
যদি অনুভব করো! যদি বুঝতে পারো!
যদি সত্যি কোনদিন আমায় তুমি ভালোবেসে থাকো,
প্রিয়তমার আসন খানি দারুন সুরক্ষিত।
প্রেম সে তো অমোঘ শক্তিধর—
প্রেম মুক্তি দিতে পারে
অযাচিত সব বাঁধা থেকে
হায়! প্রেমহীন পৃথিবীটা দারুন স্বার্থপর ।



প্রিয়ংবদা, কোথায় হারালে?

কোথায় হারালে, প্রিয়ংবদা—
ঐ প্রিয়মুখ— কোথায় লুকালে?
কোথায় তোমার আজ সুপ্রিয় উপস্থিতি?
কোথায় তোমার সেই মধুর সম্বোধন?
স্মৃতির আকাশে সে যেন আজও ধ্রুবতারা,
অবলা এই প্রাণে আজও যেন বাঁজে
জানা প্রেমের সেই অজানা শিহরণ ।
তুমি তো নও জড় —উত্তরে ঐ হাওয়ায়;
ভয়ে জড়সড় । নাকি কাঁপছো থরো থরো!
আমি কাঁপছি সাথে তুমি নেই তাই
ওসব ছেড়ে যদি ধরো আমায়!
শপথ খোদার! তবে একটুও শীত নাই,
ওগো তুমি কোথায় হারালে?
ঐ প্রিয় হাত কোথায় বাড়ালে?
এবার একটু করুণা করো
ভুলের পৃথিবী তাসের ঘর যাবে এবার ভেঙে
আকাশের উপার থেকে এসো হে এবার নেমে
এই বুকের জমিনে...


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০২

শের শায়রী বলেছেন: ইদানিং স্মৃতিকাতরতায় ভুগছি কবি, কবিতায় বিষন্ন মুগ্ধতা।

২| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: কঠিন কবিতা।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন । বেশ লাগলো ।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৬

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো । শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.