|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
 
তুমি নেই নয়ন সমুখে,
তাই যেন মনে হয় কিছুই নেই
এই তুমিহীন জীবনে!—জীবনটা যেন এক
সুতো ছেড়া দিকভ্রান্ত ঘুড়ি
ক্রমাগত চলছে ছুটে অনিশ্চিত গন্তব্যে।
মনে হয় তুমিহীন এই জীবনে অর্থহীন সবি
ফুল পাখি ঝর্ণা নদী এসবই অযাচিত উপকরণ,
নাম, যশ, খ্যাতি—  কী হবে? এসবের ম্যুহে পড়ে।
এসবতো কেবল নিবেদিত তোমার চরণে
তোমার প্রেম লাভের উপকরণ।
হায় ভেঙে গেছে মন! ভেঙে গেছে ডানা!
ভেঙে গেছে তরী! এই পথ হারা পথিকের গন্তব্য তাই অজানা।
ব্যর্থ শব্দের দল শতদল হয়ে ফোটে না এখন আর— কবিতার চরণে
তুমি কী তবে মরানদী নেই যার কোন জল! ভরে গেছো
সংশয়ের পলল জমে জমে;
না কী তুমি শুধু মরিচিকা দূর নিঠুর তপ্ত মরুর বুকে !
যদি কখনো ভেবে থাকো, যদি বিবেচনায় নিয়ে থাকো
প্রেম ভরা মুমূর্ষূ শব্দগুলো যদি বুঝে থাকো আমার এই অবলা মন
যেন এক জড়াজীর্ণ কুটির তুমি ছাড়া
যদি তুমি বিশ্বাস করো 
তুমিই ফোটাতে পারো এই কন্টক ভরা কাননে; 
এক অপার সম্ভাবনার প্রস্ফুটিত ফুল।
তবে এভাবে আর গলাটিপে মেরো না 
তুমিতো জানো সংশপ্তক এ হৃদয়ে তুমি এক পরশ পাথর
যতক্ষণ আছে শ্বাস— এই প্রাণে,
তবে কেন প্রেম হয়ে ওঠো না এবার হৃদয়ের আকাশে
বর্ষার নবধারা জলে যেমন দুকূল উপচিয়া ওঠে নদী
উচ্ছ্বাসে আবেগে,  তুমি কেন নব উদ্যমে জোয়ার হয়ে ওঠো না
ভাসাতেই পারো যদি তরী— কালবিলম্ব না করে
শূন্য এ জীবন পূর্ণ করে  তুমি কেন প্রেম হয়ে আসোনা ।
     
 ৯ টি
    	৯ টি    	 +১/-০
    	+১/-০২|  ২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ৮:০০
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ৮:০০
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।
৩|  ২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ৯:২৬
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে রাজীব নুর।
৪|  ২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ৯:২৭
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো।
৫|  ২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ৯:৩৬
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: কবিতাটা আরেকবার পড়লাম। ভালো লাগলো।
৬|  ২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ৯:৪৪
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: আরেকবার পড়ার জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ ।
৭|  ২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ৯:৫৭
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ৯:৫৭
ইসিয়াক বলেছেন: চমৎকার কবিতা।
  ২৭ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১:২৬
২৭ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৮|  ২৮ শে জানুয়ারি, ২০২০  রাত ১:০৮
২৮ শে জানুয়ারি, ২০২০  রাত ১:০৮
আকতার আর হোসাইন বলেছেন: মন্তব্য করার ভাষা নেই। চমৎকার।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৪৩
২৬ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।