নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা

২৭ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৪০

আযানের ধ্বনি শ্রবণে ভেঙে গেছে ঘুম
তবু হয়নি যাওয়া মসজিদ প্রাঙ্গন,
শীতের সকালে আলস্য করেছে ভর
ঘরে বসেই পড়িলাম নামায
জানি এ ভারি অন্যায়,
মসজিদে প্রার্থনা করিতে হয়
যৌবনের ইবাদত সবথেকে দামী
সামনে বার্ধক্য আসিবে জানি
এ সময়ে অনেকের ঘর থেকে বের হওয়ার
থাকিবে না সামর্থ কোন
এখনই যথার্থ সময় ---
তওফিক দাও ও করুনাময়
শয়তানের ওয়াস ওয়াসা থেকে হেফাজত করো
অযাচিত শত্রু সব ধ্বংস করো
জীবন চলার পথে এনে দাও সফলতা
প্রিয়তমার হৃদয়ে ঢেলে দাও আমার প্রেম
দূর করে দাও সব ব্যর্থতা
করি এই প্রার্থনা ,করো হে কবুল!
হে করূনাময়, তোমার কৃপা ছাড়া অর্থ হীন সব,
ভীরু প্রাণে লাগে যে সংশয়
ক্ষমা করো প্রভু ভ্রান্তি সব
দেখাও সহজ সরল পথ ;
যে পথে সুনিশ্চিত সফলতা আসিবে
সেই পথে পরিচালিত করো সারাটি জীবন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান
তোমারি অন্তর্যামী।

দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।

সরল সঠিক পূণ্য পন্থা
মোদের দাও গো বলি,
চালাও সে-পথে যে-পথে তোমার
প্রিয়জন গেছে চলি।

যে-পথে তোমার চির-অভিশাপ
যে-পথে ভ্রান্তি, চির-পরিতাপ
হে মহাচালক,মোদের কখনও
করো না সে পথগামী।

----------------------------------
প্রার্থনা - কবি গোলাম মোস্তফা

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: দারুন আপনার কমেন্ট পোস্ট খানি অনেক সমৃদ্ধ করে দিলো । আসলে রবীন্দ্র নজরুল সব লিখে গেছে যা টুকটাক বাকি তাই লিখে যেতে চাই । পারলে সেটাই দারুন হবে গোলাম মুস্তফা দারুন সব কবিতা লিখতেন কুরআন আর হাদীসের আলোকে । তবে এখনো অনেক বাকি আছে । তার কবিতা গুলো শ্রুতি মধুর ।

২| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বাস্তবমুখি কবি দা

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৩

আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার। জাজাকাল্লাহ খায়ির...

প্রার্থণা করি সুমহান আল্লাহ যেন আমাদেরর সরল পথ তথা সিরাতুল মুস্তাকিনে পরিচালিত করে।

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.