নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি কী পারো? মুখোমুখি দাঁড়িয়ে
এই দু’চোখে চোখ রেখে ভালোবাসোনি বলে
মুখ ফিরিয়ে নিতে!
তুমি কী পারো? এতটা নিষ্ঠুর হতে
তুমি কী পারো?
নিজ হাতে তিলে তিলে গড়া অজেয় ঈশ্বর
ভেঙে চুড়ে গুড়িয়ে দিতে!
তুমি কী পারো? সব চোখ ফাঁকি দিয়ে
আমাদের কানামাছি খেলা
তুমি কী পারো তোমার মনে সযতনে গড়া স্বপ্ন
ধ্রুবতারা চোখ তার আলোটা নিভিয়ে দিতে— চিরতরে ।
তুমি কী চাও?
এই কলমের কালি শুকিয়ে মরুভূমি হয়ে যাক
লিখবে না আর অবজ্ঞার গহীনে— হারিয়ে যাবে
শুধু অযাচিত ভুল হয়ে থেকে যাবে
ব্যর্থতার জলছাপ রেখে ইতিহাসের পাতায়।
ওগো শুনতে কী পাও শঠতার উপহাস উল্লাস?
এমন প্রেম কী হতে পারে না যে প্রেম অবিনশ্বর
ধ্রুবতারা হয়ে থেকে যায় তুমিই তো বলেছো প্রেম হলো ঈশ্বর
পারে সৃজিতে স্বর্গ— মর্ত্যের পৃথিবীতে।
স্বর্বংসহা পৃথিবী হয়ে কত ব্যথাই শয়েছো
শুধু প্রেমানলে জ্বলে তিলে তিলে হবে কী শেষ?
মিথ্যে ম্যুহে পড়ে কী তবে হারিয়ে যাবে অনন্ত সাধনা?
এমনতো হতে পারে না
তুমি কি পারোনা হায়!
তুমি কী চাওনা হারাতে আমার এই তপ্ত হৃদয়ে;
তুমিহীন শূণ্য ব্যথিত এই তপ্ত মরুর বুকে, সঁপে দিতে
প্রেমের অর্ঘ্য তোমার?
যেন সব ব্যথা শেষ হয়ে যায়..
তুমিতো এমন ব্যথিত হৃদয়ই খুঁজিতে
এ হদয় প্রস্ত্তুত
তাইতো এখন আর এই অতীত আনন্দ উদ্যানে
আনন্দের নেই কোন লেশ— ফুরিয়ে গেছে,
তুমিহীনতায় শুকিয়ে গেছে শুকনো বকুল ফুলের মতো ।
এইবার তবে কী মহেন্দ্রক্ষণ আগতপ্রায়!
তুমি কী প্রস্তুত অপ্রগলভ প্রেমের কাছে হ্যাট অফ জানাতে.. ?
আমাদের প্রেম কী তবে পৌছে গেছে স্বর্ণ শেখরে
এইবার কী তবে প্রতীক্ষার হবে শেষ?
তোমাকে পাওয়াতে— যদি মুছে যায় ব্যথা
যদি ফোটে হাসি এই মুখে, তুমি কী এবার তবে আসিবে?
তুমি কী পারো ?..
জানোতো সময় নির্দয় থেমে থাকে না— শুধু চলে যায়,
এখনো আছে; হয়তো ঢের বেশি বাকি নাই— হয়তো আছে।
দিনে দিনে কতজনে পরপারে চলে গেছে সবাই চলে যায়
থাকে না তো কেউ হায়!— মর্তের ধরাতে।
শুধু জানি, তোমার— আমার, দুজনার অনন্ত প্রেম হয় না শেষ।
তুমি কী পারো ?
তাইতো এখনো লিখি— মহান স্রষ্টার অপার কৃপায়
যেদিন লিখবো না আর ধরে নিও হয়ে গেছে— সব শেষ
নেই আর অবশেষ !
নীলাকাশ পৃথিবী গোধূলীর আলো মিছে সব
মি ছে সব আবেগ অনুভূতি নিউরনের অস্তিত্ব নেই আর ধরাতে ।
তুমি কী পারো না চন্দ্রকন্যা, অপসরা, বরুণা, আরিত্রিকা..
শুধাই তোমাকে...
২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
২| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কি চমৎকার কবিতা।
একদিন শেষ পংতিমালা কি লেখা হয়ে যাবে... সব শেষ
নেই আর অবশেষ !
২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৬
এম ডি মুসা বলেছেন: তুমি কি পারো! দারুণ অনুভূতির কবিতা
২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ আবেগময়ী কাব্যে ভালো লাগা।এ আকুতি ব্যর্থ হওয়ার নয়।
শুভকামনা প্রিয় কবি ভাইকে।
২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৭
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা ভালো লাগলো কবি;
শুভেচ্ছা রইল-
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: কবিতায় দারুন আকুতি প্রকাশ পেয়েছে।