|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

 নববধুর জড়তা কেটে গেলে যেমন অবয়ব উদ্ভাসিত হয়
 ঠিক তেমনি আলোক উদ্ভাসিত যেন আজিকার দিন
 এমন দিনে বেদনা কাব্য লিখতে নেই—
 আজ যেন চারিদিকে প্রত্যাশার আলো ছড়িয়ে রেখেছেন স্বয়ং বিধাতা
 এমন দিনে দূরে থাকতে নেই—
 আজ মেঘেদের  ছুটি; শীতের গায়ে কিঞ্চিৎ উষ্ণতার  ছুঁয়া
 আজ কুয়াশার আবরণে সমস্ত গা ঢেকে নেই— পৃথিবী
 তুমিও আড়ালে থেকোনা— ওগো প্রিয়তমা ।
 আজিকার রবির মতোই হও— আলোক উদ্ভাসিত
 আলোর আবির মেখে গায় চলো না দু’জনে হারিয়ে যাই
 যেন দু’চোখ ভরে দেখে নেয় দূর আকাশের বুকে ভেসে থাকা ঐ চিল
 তুমি না হয় গেয়ে ওঠো গান আজ দুজনার প্রাণে প্রত্যাশিত বসন্ত হোক
 শীতের প্রকোপ অবহেলে ।
 আজ নৌকো পাল তুলবেই বোধহয় জলে
 — নদীর বুকে উত্তাল ঢেউয়ে
 গভীর সমুদ্রে অতল গহীনে; যদি সে নদী সমুদ্র আর কেহ নয়,
 শুধু তুমি !
 আজ যেন আমাদের দু’জনার মাঝে সঙ্গোপনে
 শুধু প্রেম ভালোবাসা হয় ।
 থেকো না আড়ালে আর, এবার উঠুক জোয়ার
 থম থমে ভাবটা কেটে গেছে জানি এভাবেই শুরু হয়
 এভাবেই অবাক বসন্ত ছোটে শীতের পাখিরা চেয়ে দেখে 
 মিছে নয় মিছে নয় প্রস্ফুটিত রক্তগোলাপ এভাবেই ফুটে ।
 বলিতে পারো কী তবে আজ কেন নয়? 
 ১৪ টি
    	১৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:২৭
২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
২|  ২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৪১
২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৪১
নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর উপস্থাপন, শুভ কামনা
  ২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:০১
২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৩|  ২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫১
২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫১
এম ডি মুসা বলেছেন: চরম উপভোগ্য কবিতা ।।শুভ কামনা
  ২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:০১
২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৪|  ২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫৯
২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
  ২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:০২
২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৫|  ২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:১৩
২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:১৩
ফয়সাল রকি বলেছেন: ভাল লাগা রইলো।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৪
০২ রা ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৬|  ২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৩১
২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৩১
জাহিদ অনিক বলেছেন: আজ, এক্ষুনি হোক সমস্ত দ্বিধার অবসান। 
শুভেচ্ছা কবি
  ০২ রা ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৫
০২ রা ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৭|  ২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:২০
২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা । 
ধন্যবাদ ভাই।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৫
০২ রা ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:১৩
২৮ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: আপনার কবিতায় বানান ভুল পাই না। এটা আমার খুব ভালো লাগে।