নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অব্যক্ত কথা হয় না বলা
অব্যক্তই থেকে যায়,
শরীরের লোম দাঁড়িয়ে যায়,
কতিপয় আরোপিত বিধি নিষেধ
মনে পড়ে যায়,
তোমার আরোপিত শর্ত হয়তো ভুলে গিয়ে
তুমিই বলে ফেলেছো,
সেই অপরাধে কি হয় কে জানে!!
কিছু একটা হয়তো হয়
হওয়ারই কথা ,
না হলে কি আর পান্ডুর মুখে ওভাবে করিতে অনুরোধ,
যেন না বলি কথা তোমার সনে
সবার সমুখে — মনে আছে তো?
যদি ভুল করে করে থাকো
তবু তো ভুল— ভুল হলে মাশুল আছে তার,
যদিও আমি এখন দূরতম দ্বীপ, জ্বালিয়ে বুকে নিভু নিভু দীপ।
আমি চাহিনা কষ্ট দিতে অযাচিত কোন জনে
পণ করেছি তা—ই মনে মনে,
কষ্ট গুলো শেকড় ছড়িয়ে
এই বুকে গোপন ব্যথা হয়ে করুক— বিস্তার,
তবু জানবে না কেহ আর
কতটুকু আঘাতে অপ্রতিরোধ্য প্রেম মরে যায়
মৃত মাছের চোখের মত,
পূণর্জীবন সেতো দৈব ক্রমে
তারাই তো সমাধি থেকে টেনে এনে
করেছিলো নতুন জীবন দান,
আমি শুধু করে যাই ঋণশোধ
কৃতজ্ঞতা চিত্তে —আমার এই অবাক বিবেকবোধ
হয়তো অসহনীয় ঠেকে,
চাই চাপা আগুনে ফু দিলে আগুন জ্বলবেই
ওটাই নিয়তি তার,
অভিযোগের মত দায়ভার লজ্জায় মিশে যাওয়া
পুনরাবৃত্তি না হোক আর
তুমি এখন স্বর্বংসহা পৃথিবী
মনে আছে নক্ষত্রের আকাশ থেকে পড়ে গিয়ে
মাটির জমিনে
হ্যা খুব বেশি আগে নয়— এ আর নতুন কি,
জানোতো গোয়ালে পুড়া গরু —সিঁদুরে মেঘে তার ভয়।
৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সে আপনার বিনয় !! শুভ সকাল শুভকামনা ।
২| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৩
কালো যাদুকর বলেছেন: আমি চাহিনা কস্ট দিতে অযাচিত কোন জনে .. কবিরা শুধু কস্টই পায়, দেয় না।
ভাল আছেন?
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫০
এস সুলতানা বলেছেন: অভিযোগের মত দায়ভার লজ্জায় মিশে যাওয়া
পুনরাবৃত্তি না হোক আর ।
এটাই হোক আজকের অঙ্গিকার
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৪| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০০
আকতার আর হোসাইন বলেছেন: বেশিই সুন্দর লিখেছেন
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৫| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫
নেওয়াজ আলি বলেছেন: সহজ,সরল, সুন্দর লেখনী।
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
আপনার কবিতা পাঠ করেই দিন শুরু করলাম।