নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বসন্ত আসিবেই জানি

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩২

বসন্ত আসবেই জানি,
ফুটিবে ফুল বনে---- কুসুমে কাননে
গাহিবে পাখি গান,
তুমি ও বাসিবে ভালো
শুধু এই অবলা প্রাণ,
এই খানে প্রেম আছে তো,
এই খানে পৃথিবীর সব সুখ
পুঞ্জীভূত হয়ে আজ ও বিরাজমান,
শুধু তোমার কারণে ।
তুমি চাইলেই সব হবে
আবারো হইবেগো পুনরুত্থান,
আবারো দাঁড়িয়ে যাবে প্রচণ্ড প্রতাপে
অমিত সম্ভাবনা তুমি করিও প্রেম স্নান।

এতদিনে তুমি বুঝে গেছো সব,
এই খানে এই প্রশস্ত লোমশ বুকে
আছে গো স্থান, তুমি মাথা গুঁজে নিও ঠাঁই
বিনিময়ে চাইনা কিছু অভিযোগ অনেকই দিয়েছো
এ মন শুধু তোমার প্রেমেরই কাঙাল।
তুমি মেপে দেখতে পারো ,
গজ ফিতা দিয়ে - তুমি পেয়ে যাবে উত্তর,
শুধু জানি বসন্ত আসিবেই
শুধু নৌকা নদী খেলায় তাতে মিলবে পরিত্রাণ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এ মন শুধু তোমার প্রেমেরই কাঙাল।
তুমি মেপে দেখতে পারো ,
গজ ফিতা দিয়ে - তুমি পেয়ে যাবে উত্তর,

.......................................................................
ভালবাসা গজ ফিতা দিয়ে মাপা যায় এই প্রথম জানলাম ।

২| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনি যথার্থ বলেছেন ধন্যবাদ। ভালোবাসা হয় দুইটি মনে। দুটি মন এক হয়ে । বয়স আকার আকৃতি ব্লা ব্লা এসব কোনো প্যারামিটার ই নয় যদি মনের মিল হয়।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

নেওয়াজ আলি বলেছেন: অসামান্য ভাবনা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৩

সোনালী ডানার চিল বলেছেন:


কবি বাসন্তী শুভেচ্ছা!
কবিতা অমর হোক-

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.