নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সেই মহেন্দ্র ক্ষণ আগতপ্রায়

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৬




বৈরী শীত ফুরিয়ে এলো প্রায়—
হাড় কাঁপানো অনুভূতি
শিশির ভেজা কাব্য; কুয়াশার চাদরে ঢেকে
শুধু স্মৃতির সুকেসে— থেকে যায়।
অমিত সম্ভাবনা বুকে নিয়ে আবারো বসন্ত লাগে প্রাণে
সুসজ্জিত প্রকৃতি যেন নেচে উঠে আনন্দ উচছ্বাসে।

এইখানে বসন্ত শুধু প্রেমের আবির মাখা
ফুল—প্রজাপতি— পাখি সমাচার নয়;
রাষ্ট্রভাষা বাংলা চাই দাবীতে সোচ্চার—সারা বাংলা,
শ্লোগানে মুখরিত রাজপথ;
ঘোর সংশয়ের দিনে বাধ ভাঙার হাতছানি
রক্তাক্ত শার্ট —দৃপ্ত শপথ;
অকূতভয় চোখ— অতঃপর বিরচিত রক্তার্জিত
বিজয়ের ইতিহাসমাখা চিরন্তনী কাব্য এক ।

আজও ব্যথিত হৃদয়ে বাঙালি
অশ্রুসিক্ত চোখে গর্বিত বুকে গেয়ে ওঠে
আমার ভাইয়ের রক্তে রাঙানো অমর একুশে গান ।
রাহুমুক্ত বাংলা বর্ণমালার আমাদের প্রেমে কলমে কাগজে
ভোরের রবির মতো বারবার
হয় যেন উত্থান — এতো নতুন কিছু নয়
অতীতের ধারাবাহিকতা— তোমার আমার প্রেমে
উদ্ভাসিত সেই মহেন্দ্র ক্ষণ ঋতুরাজ বসন্ত আগতপ্রায় ।


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৫

আসোয়াদ লোদি বলেছেন: বসন্তের আগমনী চেতনায় ফুটেছে কবিতার ফুল।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১

শের শায়রী বলেছেন: বসন্ত শুধু ফুল প্রজাপতি না রাষ্ট্রভাষা বাংলা চাই দাবীতে সোচ্চার সারা বাংলা। ভালো লাগা প্রিয় কবি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: অন্য রকম ভালো লাগলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০২

নিভৃতা বলেছেন: ভালো লাগলো

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৫

নেওয়াজ আলি বলেছেন: মননশীল ভাবনা । ভালো লাগলো ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.