নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

পদ্মা নদীর বুকে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৫৫

যাচ্ছি চলে দূরে
রাখবে কেমন করে আর অনাদরে?
কাছে যদি পেতে হয়তো উগরে দিতে
অবহেলার মত ব্যথা অকাতরে;
এখন আর দিতেতো পারবে না,
আছি আমি শোকে
ব্যথা নিয়েই তাই তুলবো পাল
পদ্মা নদীর বুকে।
তুমি কোমলমতি লজ্জাবতী ক্ষুদ্র নদী
সুবিশাল পদ্মা তো আর নহ
তুমি জানো স্রষ্টা তোমার কার হুকুমে বহ!
পদ্মা নদীর নামতো তোমার জানা
গাঙ্গোত্রি হিমবাহ থেকে জন্ম নিয়ে
মেঘনা হয়ে বঙ্গোপসাগরের তীরে
রেখে দিয়ে আসে সে
আমার মতন তোমার জীবনের অযাচিত সকল আবর্জনা।
আছি আমি সর্বনাশা পদ্মা নদীর চরে
তুমি সাগর উপকূলে,
অবশেষে অবাক করা বসন্ত আসিবে ধরায়,
হায় এমন প্রহসন করে, জানাতো ছিল না।


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৪

এস সুলতানা বলেছেন: খুব সুন্দর, পাঠে মুগ্ধতা

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রিয় সেলিম আনোয়ার ভাই “কবিতার জাদুকর”
তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা - কিছু কি মনে পরছে? আপনি হয়তো ভুলে গেছেন (হয়তোবা) কিন্তু কবিতায় উল্লেখিত “তুমি” হয়তো ভুলে যাননি দেশের নদ নদীর প্রতি অবিচার হয়েছে - হচ্ছে - - - -

৭০’র দশকে শোনা গান পরবর্তীতে সুবীর নন্দী ও রফিকুল আলম গেয়েছেন কিন্তু “অরিজিন ভার্সন” কার গাওয়া আমার সঠিক জানা নেই, আপনার কি জানা আছে? আপনার কবিতা পড়ে এই গান মনে পরে গেলো।

আশা ছিল মনে মনে
প্রেম করিব তোমার সনে
তোমায় নিয়ে ঘর বাঁধিবো
গহিন বালুচরে - - - -



১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

কমেন্টে ভালোলাগা ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: কবিতা কিভাবে লিখতে হবে? এই নিয়ে একটা পোষ্ট দেন। তাহলে আমার উপকার হয়।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: হা হা ।আপনি তো লিখছেন । লিখতে থাকুন হয়ে যাবে ।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুপ্রাণিত কবি দা

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৭

নেওয়াজ আলি বলেছেন: দারুণ ছন্দ বর্ণ ।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.