নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সোনাপাখি
___________
তোমার অনুপস্থিতি,
আমায় ব্যাকুল করে দেয়,
তোমার আশেপাশে তখন হন্যে হয়ে
খুঁজে বেড়াই— শুধু তোমাকেই ।
সোনার মেয়েগো,
তুমি কেন আড়াল হয়ে থাকো?
এই আমার থেকে
তুমি কেন যেন এক দূরতম দ্বীপ
কোন এক অচিন সাগরের বুকে,
হায়!
তুমিহীন আমি যেন থাকি শোকে চিরনিমজ্জিত,
চোরাবালির বুকে যেন যাই ডুবে ক্রমাগত।
ওগো তুমি কেন থাকো না নিয়ত
আমার পঞ্জিকাতে ,
প্র কাশ্য দিবালোকের মতো।
এটুকু তো বুঝো ?
আমার আকাশে তুমি যে ধ্রুবতারা,
চিরন্তন শাশ্বত।
সোনাপাখি,
মন আমার চাতকপাখি
তুমি বৃষ্টি কণা,
অঘোর বর্ষা হয়ে ওগো এই জীবনে
তুমি আসো না,
বসন্ত আসে বসন্ত চলে যায়
ভালোবাসা থাকে সাজায় জীবনটাকে
জীবননদী নিরবধি ,
কখনো হারিয়ে যেতে ওগো দেবো না তোমায়।
এই মনটা বলেছে, এই ক্ষণটা সাক্ষী রয়েছে
তুমি আমি যেন নৌকো নদী
তুমি ছাড়া অপূর্ণ এই জীবন
তাইতো খুঁজি তোমায়।
নিঠুরিয়া, প্রেম জানো না!!!
_____________________
নিঠুরিয়া , প্রেম জানো না!
জানলে কী আর হয়
এমন পরিণতি ?
প্রেম হলে তোমার হতো কি আর
তেমন কোন ক্ষতি ?
তবু কেন এত ভয়?
প্রেম কী তবে তোমার কাছে
এতটাই অপাঙ্ক্তেয়
প্রেমের জন্য ছেড়েছেন সিংহাসন
ক তো রাজা
ক তো রাজকন্যার হলো বনবাস সাজা
এসব কী সত্য নয়?
সাদা কাগজে কলমের আঁচড়ে
তবে এই পৃথিবী কেন এতটা বাঙময়
বেলাতো অনেক হলো
সুদীর্ঘ এক সময় তো কেটে গেল
বেদনার আকাশে উড়িবার সাধ্য নেই আর
তোমার এই অযাচিত ঘুম ভাঙ্গার
সময় হবে কবে?
কবে আসবে সময় তোমার আমার শুধু দু'জনার
মুক্ত বিহঙ্গের ডানায় ভর করে এই জীবনে
এসোগো সোনা পাখি এই ফাল্গুনে
অবলা এই জীবন যার লাগি যে ন অনন্ত প্রতীক্ষার।
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠেই অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:২৯
সোহানী বলেছেন: সুর দিয়ে গান বানালে মনে হয় আরো আকর্ষনীয় হবে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
তাই যদি হয় হোক না ।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
বেশ কয়েকদিন আপনাকে ব্লগে দেখি নি। মিস করেছি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
সেলিম আনোয়ার ভাই,
দুটি কবিতায় পাজল তৈরি করেছেন?
আমার কাছে মনে হচ্ছে এই দুই কবিতায় কোনো প্রেমিক তার প্রেমিকার ভালোবাসার সন্ধানে নয় বিষয়টি ভিন্ন! কেউ একজন দিনের পর দিন সুখের খোঁজে আছেন- এটি তারই বহিঃপ্রকাশ। সুখ আর প্রেম ভালোবাসা তো এক নয়। এটিই আপনার কবিতা।
ডঃ এম এ আলী ভাইকে অনুরোধ করবো কবিতাদ্বয় আরেকবার পড়ার জন্য। সেলিম আনোয়ার ভাই কবিতায় পাজল তৈরি করেছেন এবং নিজে নিজে মজা নিচ্ছেন এই ভেবে যে ব্লগে তার কবিতা কেউ বুঝেন না।
সেলিম আনোয়ার ভাই, হয়তোবা আমি ভালো লেখক নই তবে অবস্যই একজন ভালো পড়ুয়া মানুষ। আপনি ধরা পড়ে গেছেন! আপনার পাজলের সমাধান কি করতে পেরেছি?
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ঠাকুরমাহমুদ কবিতারা এমনি হয় । ক্ষণে ক্ষণে রং বদলায় নতুন নতুন শব্দের বিন্যাসে আমি তোমাকে ভালোবাসি বলে ফেলাটা তার লক্ষ্য প্রিয়তমা বুঝে নেয় প্রিয়তমা ভালোবাসে কবিতা পড়ে উপলব্ধি করে ভালোবাসার অনুরণন।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৩
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কথা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
দুটো কবিতা পাঠেই মুগ্ধ
সোনাপাখী খুঁজার জন্য পংক্ষিরাজ নৌকা
পাঠিয়ে দিলাম জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই
খুঁজে দেখতে পাবেন তাকে ।
শুভেচ্ছা রইল