|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
 
 অতঃপর বসন্ত এসে গেছে আজিকে রাত শেষে
 ভোরের রবি দেখো উঠিবে—ঠিকই বসন্তের আবির মেখে গায়,
 এভাবেই শীত শেষে ঋতুরাজ বসন্তের হয় আগমন ধরায়
 তোমার আমার প্রেমের আলিঙ্গনের অভিপ্রায় ।
 এখনো শীতের আমেজ রয়ে গেছে 
 মধুবনে হয়তো ধরেনি আম্র মুকুল
 ব্যকুল কন্ঠে হয়তো এখনো গেয়ে উঠেনি বসন্ত কোকিল
 হয়তো এখনি ফুটেনি  কাননে কোন ফুল
 — সুবাস ছড়িয়ে উদাসী হাওয়ায়,
 তবু থেমে তো থাকে না; দক্ষিণের হাওয়ায় বসন্ত ঠিকই আসে ধরায়
 তোমার আমার সঙ্গম কামনায়।— কত যুগ যুগ ধরে
 এই অবণীর পরে।
 প্রকৃতি সাজবে অপরূপ রূপে  —তুমি বুঝে যাবে
 হৃদয়ের কুঞ্জবনে— আনমনে বহিবে ঝড়
 সব এলোমেলো হয়ে যাবে অতঃপর ঝড় শেষে বৃষ্টির প্রস্তুতি
  তারপর রামধনু সাত রং প্রেমের অনুরাগে
 আমরা এখনো বেঁচে আছি প্রগাঢ় বিশ্বাসে— আমরা জেগে ওঠি অনন্ত যৌবনে।
 আরেকটি বসন্ত এসেছে আরেকটি মহেন্দ্র ক্ষণ দেখো আগতপ্রায়
 আটটি পাখির বহুল কাঙ্ক্ষিত বিন্যাসে আজিকের ক্যানভাস
 তুমি গ্রহণ করো ওগো তারে— ফিরিয়ে দিওনা ওগো আর
 সে তোমার একান্ত অধিকার
 তুমি কৃতজ্ঞচিত্তে বলতে পারো আজিকে রাত্রীশেষে  
 আমাদের দু'জনার প্রেমের স্বপ্নজালবুনে বসন্ত এসেছে দ্বারে—
 সব বাঁধা জয় করে ওগো প্রিয়তমা সাদরে গ্রহণ করো তারে ।
  
 বি দ্র: আজ সুপ্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদির মৃত্যু বার্ষিকী । অনেক বছর ধরে তিনি আর আমাদের মাঝে নেই । বসন্তের প্রথম দিনে তিনি ভোরের শিশিরের মতন নিরবে নিভৃতে মৃত্যু বরণ করেন । তার অভিনয়ে মুগ্ধ হননি এদেশে এমন মানুষ বিরল । অভিনয়ের প্রতিটি মাধ্যমে তিনি ব্যাপক সফলতা লাভ করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন । দূর্দান্ত অভিনয় করে তিনি আমাদের হাসেয়েছেন আবার কাঁদিয়েছেন । মুক্তিযুদ্ধা ফরীদি মরে গিয়েও কর্মগুণে আমাদের স্মৃতিতে বেঁচে আছেন । তার  ই্উনিক কন্ঠস্বর  অভিনয় প্রতিভা অনন্য অসাধারণ। তিনি অভিনয়গুণে খল চরিত্রকে নায়কের মতন জনপ্রিয় করে তুলতে পেরেছিলেন । অভিনয়ের যাদুকর ফরীদিকে সশ্রদ্ধ ছালাম । শ্রদ্ধাভরে আজ স্মরণ করি তাঁরে ।   
   
      
ছবিঃ নেট ।
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০  ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০২
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেনে্ট এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।আপনার জন্য ।
২|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০৪
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০৪
শের শায়রী বলেছেন: ফাগুনের এই দিনে শ্রদ্ধাভরে স্মরন করি মহান এই অভিনেতাকে।
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৩
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেনে্ট এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।আপনার জন্য ।
৩|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১৭
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা। 
হুমায়ূন ফরিদির জন্য শ্রদ্ধা।
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৩
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেনে্ট এবং পাঠে অনেক কৃতজ্ঞতাও নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:০০
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:০০
নেওয়াজ আলি বলেছেন: দারুণ ছন্দ ও বর্ণ।
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৪
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেনে্ট এবং পাঠে অনেক কৃতজ্ঞতাও নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১২:৫৪
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১২:৫৪
এম ডি মুসা বলেছেন: শুভ বাসন্তীর শুভেচ্ছা
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৪
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভ বসন্ত ।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ২:৫৬
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০  রাত ২:৫৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতায় হারাতে ভয়।
আপনার সফলতা কামনা করি।