|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
 
 কে তুমি পথিক?
 . ছুটেছো কার পানে আনমনে ?
 কে তুমি নদী ছুটেছো সাগর পানে?
 কে তুমি পাখি? কে তুমি মেলেছো ডানা
 বনে বনের গহীনে, দূরবর্তী সাগর, সাগর অভিমুখে?
 কে তুমি প্রজাপতি ফুলে ফুলে?
 কে তুমি সন্ধ্যা মালতী এই হৃদয় হরণ করে?
 কে তুমি ধ্যান মগ্ন সারস পাখি?
 কে তুমি ডানা ভাঙা শালিক ?
 কে তুমি সরোবর কে তুমি শ্বেত পাথর?
 কে তুমি সাধনা? কে তুমি বিষন্ন মনা?
 কে তুমি চাতক পাখি কে তুমি কবিতা?
 প্রিয়ঙবদা কে তুমি? কে তুমি ?
 ওগো শুধাই তোমারে !
 কতো রঙ্গ জানো! কতো কিছু চেনো!!
 তুমি চেনো কি তোমারে হে অনন্ত পথিক?
 গন্তব্য তোমার আছে কী জানা? আছে কী জানা? 
 নাকি তুমি তাও জানো না!
 যেতে হবে কোথায় কোন সমুদ্দুরে
 কোন পথে? —এই যে সমাধি এখানেই শেষ,
 শ্রম ঘাম ক্লেশ ,অপ্রগলভ প্রেম প্রেমের ছদ্মবেশ।
 তুমি কার থেকে লুকালে ?
 না কি ধূলোয় লুটালে প্রেম?
 তুমি কি অদৃশ্য হয়ে থাকো ?
 নাকি তোমাকে কেউ দেখে?
 নাকি তাকায় না ফিরে আর আগের মতন
 কার ভরসা করে ছিলে ভালোবাসা ফেলে?
 ভালোবাসা ছেড়ে কে হতে চায় ফেরারি?
 কে বন্দীত্ব গ্রহণ করে রুদ্ধদ্বার ঘরে পাপের প্রাসাদে ?
 মিথ্যের বেসাতি করে কার সন্তুষ্টি হয় লাভ ?
 কোন দেবতার ? কোন বৃন্দাবনে
 প্রেম যদি হয়ে থাকে পরম আরাধ্য — আরাধনা
 করলে তবে কার ? অজস্র ফুল কাননে— আম্রমুকুল বনে
 কেহ তো পালায়না পরাগরেণু ফেলে অবহেলে ।
বলো এই জীবনে ভালোবাসিবার নেই কার সাধ..?
 পাখির নদীর নাকি ঐ যে পূর্ণিমার চাঁদ তার?
 প্রিয়তমা আমাকেই ভালোবেসো
 অপ্রগলভ প্রেম তুমি খুঁজিও না আর কোথাও
 অন্য কোন খানে এমন ধ্রুবতারা আর একটি ও নেই
 থাকো দূর তফাতেই
 তুমি কইয়োনা কথা আর কোন যুবকের সাথে 
 ভালোবেসে তুমি যে শুধু আমার ...
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১২
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেনে্ট এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা
২|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১১:১৫
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১১:১৫
রাজীব নুর বলেছেন: চমৎকার।
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৩
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেনে্ট এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১৬
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১৬
নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য,সুশোভন লেখা।