নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এবার না হয় স্মৃতি আকড়ে থেকো

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৯



রাতের শেষ প্রহরে প্রচণ্ড শীতে
এবার না হয় স্মৃতি আকড়ে থেকো
উষ্ণতা তুমি ওগো ওভাবেই খুঁজে নিও
এবারো না হয় ব্যর্থতা মোর করো ওগো ক্ষমা
প্রাণের প্রিয়তমা, তুমি তো জানো —
তোমার পায়ের পাতা থেকে চুলের আগা
যেন শুধু আামার অধিকারে,
ভালোবাসার প্রতিদানে সে আমার একচ্ছত্র দা্বী
আর কিছুতো চাইনি ওগো আর কাহারে করিনি তাই গ্রহণ
সম্পত্তি নয় তুমি আমার সারা বছর জুড়ে
বাসন্তী গান যক্ষের ধন— আগলে রাখি বুকে
ওগো স্মৃতির মানসপটে।
দুইটি নদী আমার দু’চোখ
তোমার জন্য হয়ে চাতক
কেন খুঁজিয়া ফেরে জল; তুমি যেন
দূর পাহাড়ের উচ্চ শিখর দূরে থেকে
ফাগুনের আগুন বেলায় তাতে ঢালো শ্রাবণ জল।
সোনার মেয়েগো কার মালিকানায়
ওগো কার অধিকারে চক্রবৃদ্ধিহারে তোমার অবলা মন
আমার বুকের মাঝে জানো কি না আছে
এক ময়ূর সিংহাসন ,
তোমার জন্য তা আছে সযতনে রাখা
মনময়ূরী তুমি তাতে করিও উপবেশন
কোন প্রহসনে পরাজয় আমি মানি না
কোন ফাঁদে পড়ে হারাতে চাহিনা
জানি না পারবো কী না পারবো কতক্ষণ
প্রতীক্ষার গরল পিয়ে করি শুধু কালক্ষ্যাপন
তবু মনে মনে করি এই প্রার্থনা
তোমার সরোবরে হয় যেন মোর— ভালবাসাস্নান।
আমার প্রেমের লাল গোলাপ নিও খোপায় গুঁজে
আমার অবয়ব খানি দেখতে পাবে তোমার দু’চোখ মুদে।
আমি নৌকো তুমি নদী ভালোবাসার খেলায়
চলার পথে বুঝে যাবে সব তুমি অবলীলায় ।


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: এই তুমিটি কে “গণতন্ত্র”?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল । হতে পারে বুঝে নিতে হবে । বুদ্ধিদীপ্ত কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৬

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




ঠিক যেন এই গানটির মতো ---

চোখের জলে যদি হয় ছোট্ট নদী
ভাসিয়ে দিতেম তরী
তোমায় স্মরণ করি...

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস আপনার কমেন্টের পর আর নতুন করে বলার কিছু থাকে না ।

অশেষ কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা আপনাকে ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: আহা ফাগুন দিবসে বেশ ভালো লাগলো ফাগুন কথন।


শুভকামনা প্রিয় কবি ভাইকে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেে ফাগুনের শুভেচ্ছা । অশেষ কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন। কবিতার ভাষাও সুন্দর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: যাকে নিয়ে লিখি তিনিও তো অনেক সুন্দর । আর আপনার কমেন্টও সুন্দর । শুভ বসন্ত রাজীব নুর ।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৩৩

শের শায়রী বলেছেন: মুগ্ধ পাঠ প্রিয় কবি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকমনা ।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা। +
আপনার কবিতায় ভারী আবেগ থাকে, ভাল লাগে।
নদী ও নৌকোর তুলনাটা ভাল লেগেছে।
নদী শান্ত থাক, নৌকো ভেসে চলুক ধীর প্রবাহে...

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: শান্ত নদীতেই নৌকো আমার চলে অবিরাম । বসন্তের শুভেচ্ছা রইলো আপনার জন্য ।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.