নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মন শহরে বসন্ত কোকিল
___________________
তোমার আবার লাগবে কেন শীত শেষ রাতে?
তোমার আমারতো এক সঙ্গে থাকার কথা
একই বিছানাতে, ফুল শয্যায় ঠাণ্ডা শীতের রাতে
ভালোবেসার উষ্ণ আলিঙ্গনে।
দু'জনার মাঝে যে উষ্ণতা আছে তাতেই তো
তোমার শীত কেটে যাবার কথা,
তোমার কেন এতো ভাবা লাগে
কেনইবা এতো আশঙ্কায় দিন কাটে,
ওসব তো আমারই দায়িত্ব হওয়ার কথা
ওটা তো আমারই দায়ভার— তোমায় কোলে লয়ে
ভালোবাসার বদৌলতে,
থাকবে তুমি আনন্দে আহ্লাদে।
কেটে যাবে সব দিন
কেটে যাবে সব তিমির আঁধার রাত
তোমার আমার আনন্দ উৎসবে,
শুধুই দু'জনে।
আর কতো বার হবো খেয়াপার
তোমার জলাধার
না যেন জানে তা স্বার্থপর লোকে।
একাকী এই জীবনে বলো বন্ধু ক'জন আছে? ;
সুযোগ সন্ধানী ঈগল পাখি হিংস্র থাবায়
—বিবেকের ঐ চোখটা মুদে রেখে
বন্ধু কেহ নয় তারা শুধুই শিকার খুঁজে ।
আর দিওনা ধরা— সযতনে রেখে দিও
তোমার আমার প্রেম— সবার অগোচরে ।
এখন আমি মঙ্গল কামনায় শীত কেটে গিয়ে
যেন উষ্ণতা নেমে আসে; এই অবণীর পরে।
পলাশ শিমুল ফোঁটা ঘোরলাগা এক ক্ষণ
যেন বসন্ত নেমে আসে।
মন শহরে তাই বসন্ত কোকিল যেন ডাকে
মধুবনের ফাঁকে ফাঁকে জীবন নদীর বাঁকে ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকমনা ।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৩
নেওয়াজ আলি বলেছেন: ভালো হলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকমনা ।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকমনা ।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
চমৎকার।