নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি মনের বনে প্রেমের অভিধান

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭



তুমি মনের বনে প্রেমের অভিধান
___________________________
দ্ব্যর্থহীন কণ্ঠে,
আমি ঘোষণা দিতে পারি
তুমিই শেখালে,
এই আমাকে সব প্রেমের নির্ভুল ব্যাকরণ,
প্রিয়তমাগো,
তুমি আমার সকল ভালোবাসার— প্রথম আতুর ঘর,
তোমার প্রেমে পড়েছি বলে
বুঝে গেছি আমি— প্রকৃত দেশপ্রেম ,
কতটা নিবেদিত, কেমন প্রগাঢ় হতে পারে?
আমি শেকড়ের সন্ধানে দেশ থেকে দেশান্তরে
যেন এক যাযাবর পাখি,
তুমিই শেখালে প্রেম —আগুন পানি মাটি।
তোমায় নিয়ে কবিতা লিখতে গিয়ে
মনের অজান্তেই যেন হয়ে যায় প্রেম
সুপ্রিয় মাতৃভাষা বাংলার, শব্দের অন্বেষণে।
তোমাকে রক্ষার দৃপ্ত শপথে রপ্ত করেছি
দেশ রক্ষার সকল রক্ষাকবজ আনমনে।
প্রয়োজনে কেমন করে অকাতরে নিজেকে
বিলিয়ে দিতে হয়,
জননীর প্রকৃত শাশ্বত রূপ আমার তোমার কাছ
থেকেই শেখা।
তুমি না এলে জীবনে স্নেহময়ী জননীর
সিকি আনাও বুঝা যেন হতো না।
মায়ের প্রতি আমার যে ভালোবাসা
সে প্রকৃত অর্থেই তোমার কল্যাণে,
তেমন করেই বাবার ভালোবাসার
পরিপূর্ণ রূপ বাবা না হলে
হতো না জানা____ কোনদিন,
তুমি শেখালে তাই
আমি আজ নিরবে নিভৃতে বয়ে বেড়াই
দেবতুল্য আমার পিতৃঋণ।
এমন করে ভাইবোন আর যত আপনজন
তুমি না এলে হতো না জানা— ষোল আনা।
তুমি যেন এক ঈশ্বর,
আমাকে নতুন করে চেনালে
যত ভালোবাসা আছে তার সব।
তোমার প্রেম তাই সব রকম ভালবাসা শেখার
হাতে খড়ি যেন,
তুমি না এলে এই জীবনে হতো না তা জানা
সোনার মেয়েগো তোমার প্রেম তাই সর্বাগ্রে
এ কথা নির্দ্বীধায় আমি বলতে পারি,
যা বলে বলুক লোকে,
তুমিইতো বাকি সব প্রেমের ব্যাকরণ
হাতে কলমে যেন শেখালে আমাকে।
তুমি তাই আমার কাছে প্রেমের এক অকাট্য অভিধান
তোমার দাবি তাই সর্বাগ্রে
কবিতা লিখে লিখে তাই করি ওগো তোমার গুনগান
তোমার উপরে আর কোন প্রেম হতেই পারে না!!
তুমিই তাই সবার উপরে এই জীবনে
মধুর বসন্ত বাতায়নে, অঘোর বর্ষায়
শরতে— শীতে— গ্রীষ্মের খরতাপে
আমের বনে কাঁঠাল চাঁপার ঘ্রাণে,
তোমার স্পর্শে আমি পাই অনন্ত যৌবন— প্রেমের উন্মাদনা।
তুমিও যেন ষোড়শি বালিকা, শিমুল ফোঁটা
পলাশ ফোঁটা বসন্ত হয়ে ওঠো তুমি তাই আরাধনা
আমার কবিতায়!

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৩

নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর উপস্থাপন,

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকমনা ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


ছোট হয়ে এসেছ ভুবন, একজনই স্বপন, একজনই জীবন

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকমনা ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৮

শের শায়রী বলেছেন: দারুন লিখছ ভাইডি। অভিনন্দন

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: মধূসুদন মেঘনাদ বধ লিখে চমকে দিয়েছেন। তিনি মেঘনাদকে নায়ক করেছেন । রাম হয়ে গেছে হানাদার ।
ভাবনা টা ব্যতিক্রম মনে হলেও আসলে সত্য । যত প্রেম আছে মানব মানবির প্রেম সবচেয়ে সহজবোধ্য । আর এই প্রেম অন্য দুর্বোধ্য প্রেমকে বুঝতে সহায়ক হয় উপলব্ধির ক্ষেত্রে ধ্রুবতারার মত দিকনির্দেশনাকারি ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: বরাবরের মতো সুন্দর।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকমনা ।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩৫

কালো যাদুকর বলেছেন: ছবিটা কিসের? দেশপ্রেম সেতো সবার থকেনা। অনবদ্য হয়ে ফুটেছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকমনা ।
গ্রাম বাংলার । চারটি আখেরগুরের বার সদ্য প্রস্ত্তুত এক;দম খাঁটি ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৮

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর কবিতা ।
ভালো লাগলো্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.