নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমাকেই মনে পড়ে!!!

০৩ রা মার্চ, ২০২০ ভোর ৫:৪৭


এইখানে সেইখানে সবখানে
যেন ছড়িয়ে ছিটিয়ে আছে
মহান স্বাধীনতার— বীর সেনানী
স্বাধীন বাংলার অকূতভয় কারিগর
অপরাজেয় বাংলার পাদদেশ থেকে
সাবাস বাংলাদেশ আজো যেন
মাথা উঁচু করে দাঁড়িয়ে সে কথাই
বলছে শুধু । আঠারো কোটি বাঙালির
ওগো মুগ্ধ জননী সোনার বাংলা
তোমার উত্থানে বিস্মিত সারা বিশ্ব
হ্যামিলনের সেই বাঁশিওয়ালা যেন
— বঙ্গবন্ধু শেখ মুজিব
যার আহ্বানে জেগে ওঠে বাঙালি;
যার আহ্বানে স্বৈরাচারের রক্ত চক্ষু উপেক্ষা করে
মহাকাব্যিক জয়ের শক্তি যেন মিশে থাকে
মরণেও তাই ছিল না পরোয়া কোন,
তিনি জন্মেছিলেন বলেই মহান একাত্তর
এক সাগর রক্তের বিনিময়ে
নতুন মানচিত্র
লাল সবুজ পতাকা
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ
বৈষম্য বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াবার
সুতীব্র প্রত্যয় যেন ভোরের সূর্যের মতো
জেগে ওঠে প্রাণে এইখানে সেইখানে
সারা পদ্মা- মেঘনা- যমুনা অববাহিকার সবখানে
যেন স্বাধীনতার স্মৃতি স্তম্ভ হয়ে আজও দাঁড়িয়ে মাথা উঁচু করে ,
সাবাস বাংলাদেশ! সাবাস বঙ্গবন্ধু !অপরাজেয় বাংলা!!
সাবাস মুক্তিযুদ্ধের মহান কারিগর
উত্তাল মার্চে তোমাকেই মনে পড়ে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২০ ভোর ৬:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতাটি পাঠে মুগ্ধ ।

শুভেচ্ছা রইল

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল ড. এম এ আলী ।

রাতে ঘুরে ফিরে শব্দেরা যেন আমাকে ঘিরে অনন্ত উচ্ছাসে আমার ঘুম কেড়ে নেয় । অবশেষে লিখে হলো পরিত্রাণ। আশ্চর্য
এরপর রিমঝিম বৃষ্টি । ফাগুনে বসন্ত বৃষ্টি । আহা কি প্রশান্তি !!!

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

২| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতা আমাকে মুগ্ধ করেছে।






ভালো থাকুন নিরন্তর।

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: দেশ প্রেমিক বাঙালী আমাকে যেন মুক্তি দিয়েছে.....

নিরন্তর শুভকামনা ।

৩| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: দেশ নিয়ে কবিতা আমার ভালো লাগে।
দেশপ্রেম নেই বললেই চলে। প্রেম আছে শুধু মেয়ে মানুষের মধ্যে।
এই জন্য কবিরা মেয়ে এবং মেয়েদের প্রেম নিয়ে কবিতা বেশি লিখে।

০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলাম দেখি সাবাস বাংলাদেশ আমিতো বিমোহিত তাড়িত ওরা এখানেও.... বঙ্গবন্ধুর কন্ন্ঠ যেন শুনতে পাই তোমরা ঘরে ঘরে দূর্গ গড়ে তোল ... RU . here RU from here as well ??

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: বসন্তে বৃষ্টি নামে পাখি ডাকে
_______________________
বৃষ্টি ভেজা কাক, পাখির ডাক
ন্যাড়া বৃক্ষ নিরবে দাঁড়িয়ে,
বৃষ্টি ভেজা ফাগুন আজ !
পাখি উড়ে নিরাপদ আশ্রয় অন্বেষণে
কাক ডাকা ভোরে তোমরা যখন গভীর ঘুমে
নিরবে নিভৃতে আকাশটা কাঁদতে জানে
জানি না হায় কার কামনায় ?
হয়তো ছলনা করে থেকে দূরে
আমাকে ভালবাসোনি তাই
তুমি কাছে আসোনি তাই ,
দু'জনার বিচ্ছেদ যন্ত্রণায়
আকাশের বুকে জমাট বাঁধা অভিমান
মেঘ হয়ে ভাসে অতঃপর বৃষ্টি বিলাস
প্রেমের অভিলাষ,
অশ্রু ধারা হয়ে পৃথিবীর বুক চিরে স্বপ্নজাল বুনা
বসন্ত বাতাসে আম্রমুকুল যেন হলুদ সোনা
মনবধূয়ার নাকে সোনার নাকফুল
‌হাওয়ায় দোলে
বৃষ্টি পড়ে।
অবাক স্নিগ্ধতায় বসন্তের পাখি ডাকে,
কাকডাকা ভোরে প্রেমের অভিসারে শুধু তোমাকে-আমাকে।

বৃষ্টির পরে এটি লেখা হয়। সালমান সারারাত ঘুমোয়নি। একবার এপাশ আরেকবার ওপাশ। পরে বৃষ্টি এলে ওকে কোলে নিয়ে বাড়ান্দায় দাড়িয়ে বৃষ্টি দেখি আর বলতে থাকি কথাগুলা তারপর লিখে ফেলি আমার অংবং কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.