নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সময় এমনই

০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:১১

নেই তার পেছনে ফেরার কোন অযাচিত তাড়না
শুধু সমুখেই চলতে জানে
সুষম গতিতে—
সুদূর অতীতে— ক—তো কিছু ঘটেছে
ক—তো পরিবর্তন— বিবর্তন
এখনো.
আগামীতেও হবে স—ব,
শুধু পরিবর্তন হয়না সময়ের এই
ছুটে চলা— অবিরাম গতিতে,
অভিমান অভিযোগ অযাচিত কালক্ষেপণ
করে কোন লাভ নেই
আগুনের আলোতে নিকষ আঁধারে কীটপতঙ্গ
পড়বে— জ্বলবে,
আগেও জ্বলেছে
এটাই নিয়ম—আমোঘ নিয়তি ।
প্রেমের অনলে জ্বলে— শুধু মানবে
জ্বলে হয় খাঁটি সোনা
এমন মানুষ খুব কম —হাতে গুণা।
আকাশে ধ্রুবতারা আছে শুধু একটাই,
আলো আঁধারে খেলে যায়
প্রেমাস্পদ চাঁদ তারে লয়ে
— তাতে সংশয়ের কোন লেশ নাই ।
অভিমানে অভিযোগে সময় থাকে না থেমে
হীরের মুকুট বলো ক’জনার লালাটে জুটে?
তাতে অভিযোগ— করে শুধু নির্বোধ ।
শুধু মনে রেখো করছো কি! কি তার পরিণতি!
প্রেমহীন জীবন জড়ের সমান
আর মনে রেখো সময়ের অবিরাম —সুষম গতি
একবার হারালে ফিরে আর পাবে না
সময় এমনই—

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

২| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:৩৫

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ।

০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: চমৎকার প্রাণবন্ত।

০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:৩১

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।

০৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৫| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৮:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতার জাদুকর সেলিম আনোয়ার ভাই,
গতি এমনি - এই গতি “প্রেম ভালোবাসা এমনকি জীবনকেও নিংড়ে ছেড়ে দেয়!

০৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ পাঠক ঠাকুরমাহমুদ,

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.